আমি বিবাহিত,বিয়ের আনুষ্ঠানিকতা ২ পরিবার মিলে করবে,তো আমার আহাল খরচের জন্য লোন নিয়েছেন, এবং লোন নেয়ার ব্যাপারে বলার শেষ মুহুর্তে আমাকে নমিনি হিসেবে নেয়ার জন্য ডকুমেন্ট সহ নিয়েছিলেন,আমি বুঝে উঠতে পারিনি বিষয়টা যেহেতু আগে সেরকম এসব ব্যাপারে অজ্ঞ।
১)মূল কথা আমি ওনার লোনের নমিনি,মানে গুনাহের সহযোগী!
২)এই টাকা যেহেতু বিয়ের খরচের জন্য,আমার কি ওইদিন খাওয়া থেকে বিরত থাকা উচিত? ওই টাকায় অন্যান্য খরচও হবে যেমনঃ বিয়ের জন্য শাড়ি,বোরকা,কসমেটিকস এগুলো৷
৩)বিয়েতে দ্বীনি বোন আসবেন(iom এর ১জন মুকররিরাহ আপুও আসবেন)৷ এক্ষেত্রে এই খাবারে কি কোনো অসুবিধা হবে ওনার যেহেতু সুদের অর্থের৷ আমার কি জানানো উচিত?