আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
কাউকে লিখে / মেসেজ এর মাধ্যমে সালাম দিলে যদি মেসেজ এই উত্তর না দিয়ে মুখে দেই.. কিন্তু যে সালাম দিলো সে শুনলো না যেহেতু মেসেজ এর মাধ্যমে কথা হচ্ছে..,এটা করা যাবে?নাকি লিখে সালাম দিলে , লিখেই এর উত্তর দিতে হবে?
অনেকজন কে একসাথে সালাম দিলে তাদের মাঝে কেউ একজন উত্তর দিলে হবে,্? নাকি সবাই এর উত্তর দিবে?