আস সালামু আলাইকুম। আমার প্রশ্নটি বিবাহ সংক্রান্ত। আমার বিয়ে একজনের সাথে ঠিক হয়েছে,ডিসেম্বরের ১৮ তারিখ উনার পরিবার আমাকে আংটি পরিয়ে বিয়ে ঠিক করে রেখে গেছেন, বিয়ের ডেট ইদুল ফিতরের ২য় দিন।
আমরা দুইজন একে অপরের প্রতি মানসিক ভাবে অনেক দূর্বল হয়ে পরেছি। কথা বলা/যোগাযোগ ছাড়া থাকা যাচ্ছে না। আমার আব্বা আম্মা বিয়েতে সম্পূর্ণ রাজি, কিন্তু উনার বাবা ডেট আগাচ্ছে না, উনার বাবা যদি ডেট আজকে,কালকের মধ্যে দেয়, তাহলেও আমার আব্বা আম্মা রাজি। আমার আব্ব আম্মা উনাকে খুব পছন্দ করেন।
আমাদের মনে হচ্ছে সামনে রমজান মাস। কথা বলা ছাড়া থাকতে গেলে অস্থিরতা হবে, যেহেতু একটা কানেকশন হয়ে গেছে আমাদের মধ্যে। এর মধ্যে উনি কয়দিন আগে এসেছিল আমাদের বাসায়, আমার আব্বা আম্মাকে বলে আমাকে বিয়ে করতে।কিন্তু আব্বা আম্মা রাজি হয়নি যেহেতু উনার বাবা বিয়ের কথা জানেনা,আর উনি চায় বিয়ের কথাটা গোপন থাকুক। কারণ আত্মীয়সজন রা সমস্যা করবে।
এমতাবস্থায় বাবা মা কে জানানো ছাড়া কি আমাদের বিয়ে করা জায়েজ হবে?