বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এরকম কোনো হাদীস নেই। হ্যা উক্ত দু'আর অনেক ফযিলত হাদীসের কিতাবে বর্ণিত রয়েছে।তবে সংখ্যা দ্বারা নির্দিষ্ট নেই।
(২)
https://www.ifatwa.info/2144 নং ফাতাওয়ায় বলেছি যে,
عن عَوْن بْن عُمَارَةَ ، عن سَكَن الْبُرْجُمِي ، عَنْ حَجَّاجِ بْنِ سِنَانٍ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عن أبي هريرة ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (الصَّلَاةُ عَلَيَّ نُورٌ عَلَى الصِّرَاطِ ، فَمَنْ صَلَّى عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ ثَمَانِينَ مَرَّةً ، غُفِرَتْ لَهُ ذُنُوبُ ثَمَانِينَ عَامًا )
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার উপর দুরুদের অর্থ হল পুলসিরাতকে আলোকিত করা।যে ব্যক্তি শুক্রবারে আমার উপর ৮০ বার দুরুদ শরীফ পাঠ করবে,তার ৮০বৎসরের গোনাহ মাফ হয়ে যাবে।আত-তারগিব ফি ফাযাইলে আ'মাল-(ইবনে শাহীন) পৃষ্টা:১৪ ----এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2144