আসসালামু আলাইকুম হুজুর। আপনাকে একটি ঘটনা নিয়ে প্রশ্ন করেছিলাম।আগে ঘটনা উল্লেখ করলাম তারপর প্রশ্ন নিচে করলাম।
ঘটনা ঃ((((স্বামী স্ত্রীকে একটি বিষয়ে কথা বলতে নিষেধ করেছিল। বলেছে এই বিষয়ে কিছু বলবা না, বললে মনে করবা ওইদিনই সব শে*। তারপর স্ত্রী ভয় পায় আর জিজ্ঞেস করে স্বামীকে"""তুমি সিরিয়াস কিছু মিন করোনি তো? মানে স্ত্রী তালাকের কথা মুখে না বলে এইভাবে জিজ্ঞেস করেছে৷ তারপর স্বামী উত্তর দেয়, "হ্যাঁ করেছি, তো কি হয়েছে৷ ""? স্বামীর কোন নিয়ত ছিল না তাও এই কথা বলেছে বিরক্ত হয়ে। তারপর স্ত্রী আবার বলে দেখো মনের নিয়ত ই আসল, তারপর সে বলে তুমি জানলা কিভাবে আমার নিয়ত কি?? স্ত্রী বলে তাহলে তুমি কেন বল না। ""স্বামী বলে এইটুকুও কেন বলে দিতে হবে আমার যে আমি কিছু মিন করিনি৷ এতবার বললাম আমি অন্য কিছু বুঝাইনি তাও কেন জিজ্ঞেস করো? তাই বলেছি," হ্যঁ করেছি"।
পরে স্বামী বলেছে সে প্রথমে বলার সময় কোন কিছু মিন করে বলেনি৷"
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)স্ত্রীর সিরিয়াস শব্দের জবাবে স্বামী বলেছে যে, সে মিন করেছে, তাই তালাক হবে না। তবে যদি স্ত্রীর তালাক শব্দের বিপরীতে স্বামী হ্যা বাচক কিছু বলতো, তাহলে তালাক হয়ে যেতো)))))
প্রশ্ন**১।।আপনি বলেছিলেন সিরিয়াস কথার উত্তর দিতে গিয়ে হ্যাঁ বলেছে বলে কোন সমস্যা নেই৷ এখন স্ত্রী ওয়াসওয়াসায় ভুগছে, সিরিয়াস কিছু মিন করোনি তো?? তারপর স্বামীর হ্যাঁ বলেছি কথার পর এমন আরও কোন কথা হয়েছিল কিনা যেটা তে তালাকের মিথ্যা স্বীকারোক্তি হতে পারে?? অর্থাত স্বামী হ্যাঁ বলেছি বলার পর স্ত্রী আবার এরকম বলেছিল কিনা যে,"" তোমাকে তখন তা**** প্রশ্ন করার পর হ্যাঁ বলেছি কেন বললা?? """এরকম বলেছিল নাকি বলেনি তার মনে নেই। হয়ত বলেছিল সিরিয়াস কিছু মিন করোন ত বলার পর কেন হ্যাঁ বলেছি বললা??বা স্বামীও সম্মতি দিয়ে কিছু বলেছিল কিনা মনে নেই।
"শুধু মনে আছে স্বামী বলেছিল আমি এতবার বললাম কিছু মিন করিনি তাও কেন জিজ্ঞেস করো? আর আমি এই ধরনের কিছু মিন করবো না এইটাও বুঝে নিতে পারো না??"
##২।।যদি এমন হয় স্ত্রী জিজ্ঞেস করে থাকতো " তখন সিরিয়াস কিছু মিন করেছ কিনা জিজ্ঞেস করার পর হ্যাঁ বলেছি কেন বললা??আমিতো সিরিয়াস কিছু বলে তা**** কথা বুঝিয়েছিলাম। এই কথা বলার পর যদি স্বামী বলতো তুমি আমাকে বিরক্ত করেছিলে তাই বলেছিলাম "হ্যাঁ বলেছি" এই খানে কথোপকথন এর মাধ্যমে কি আবারও স্বামীর মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি হবে??
ঘটনা নিয়ে ওয়াসওয়াসা আসলে বা মনে না থাকলে হুকুম কি?? আল্লাহ কি ক্ষমা করবেন??কারন কথাগুলো মেসেজে হয়েছিল এবং মেসেজ ডিলিট করে দেওয়া হয়েছে আগেই।