১.আমার স্বামী নন-প্র‍্যাক্টিসিং। যদি আমার স্বামী আমার সাথে রাগ করে এই ধরনের কথা বলেন যে 'আমি আল্লাহ কে মানি না,নামাজ ও পড়বো না' তাহলে কি উনি ঈমান হারা হবেন??এই অবস্থায় কি বিয়ে টিকে থাকা নিয়ে কোনো আশংকা থাকবে?? ২.যদি আমার স্বামী ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে প্রাণীর ছবি অঙ্কন করেন,সেক্ষেত্রে তার ইনকাম কি হারাম হবে?যদি হারাম হয়,তাহলে যেহেতু আমার ভরণপোষণের দায়িত্ব উনার উপর সেহেতু এটা খাওয়া কি আমার জন্য জায়েয হবে??যদি জায়েয না হয় তাহলে এ ক্ষেত্রে করণীয় কি?