বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/8770 নং ফাতাওয়ায় বলেছি যে,
জরিমানা নেয়া হয়। এটা জায়েয হবে না।কেননা অার্থিক জরিমানা অগ্রহণ যোগ্য।এতে সুদের অর্থ রয়েছে।
উপরন্তু, আলেমদের মাঝে মূলত: আর্থিক জরিমানার মাধ্যমে শাস্তি দেয়া জায়েয কিনা তা নিয়ে মতভেদ রয়েছে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কলেজ ভার্সিটির জন্য এভাবে জরিমানা আদায় পূর্বক দুই সেমিষ্টারের টাকা গ্রহণ কখনো জায়েয হবে না।তবে আপনি যেহেতু অপারগ।তাই আপনার জন্য এভাবে জরিমানা দেয়া নাজায়েয হবে না।
(২)
মহিলার জন্য স্বামীর আপন দাদা নানা মাহরাম।
(৩)
যে স্ত্রীর কারণে উনি খালা শাশুড়ি হয়েছেন, সেই স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাবস্থায় উক্ত খালা শাশুড়িকে বিয়ে করা জায়েয হবে না।