উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুহাক্কিক শব্দের অর্থঃ
مُحَقِّق [حقق]
[মুহাক্কিক]
বাস্তবায়নকারী
অনুসন্ধানকারী
গবেষণাকারী
পরীক্ষাকারী
বাস্তববাদী
,
مُحَقَّق [حقق]
[মুহাক্কাক]
বাস্তবায়িত
সম্পন্ন
অনুসন্ধানকৃত
পরীক্ষিত
নিশ্চিত
,
★মুহাক্কিক উলামায়ে কেরাম এর অর্থ হলো গবেষণাকারী উলামায়ে কেরাম।
উলামায়ে কেরাম শব্দের অর্থ হলো সম্মানিত আলেম গন ৷
উলামা এটা আলেম এর বহুবচন।
আলেম শব্দের শাব্দিক অর্থ হল জ্ঞানী। কিন্তু প্রতিটি সমাজ ও রাষ্ট্রে শব্দের আলাদা একটি পারিভাষিক অর্থ থাকে। যে এলাকায় উক্ত শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, সে এলাকায় সে শব্দটি দিয়ে উক্ত পারিভাষিক অর্থটিই উদ্দেশ্য হয়ে থাকে। শাব্দিক অর্থ নয়।
যেমন শায়েখ। শায়েখ শব্দের বাংলা অর্থ হল বয়স্ক, বুড়ো। কিন্তু আরবে এর দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত,ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিকে বুঝানো হয়ে থাকে।
আরবে যেমন প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত এবং ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের শায়েখ বলা হয়। তেমনি আমাদের উপমহাদেশে আলেম বলতে এমনি দ্বীনী প্রতিষ্ঠান থেকে কুরআন, সুন্নাহ ও ফিক্বহে ইসলামী সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত এবং ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের আলেম বলা হয়ে থাকে।