একটি ক্রিকেট টূর্ণামেন্ট যেখানে চারজন মালিক টাকা দিয়ে চারটি দলের মালিকানা কিনে, এরপর চারদলের সবগুলো খেলোয়াড়ই একটা অংশগ্রহন ফি দেয়। সবগুলো টাকা খেলার বিভিন্ন সামগ্রী, নাস্তা, ম্যান অব দ্যা ম্যাচ ইত্যাদিতে ব্যয় হয় এবং টূণামেন্ট শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে টাকা নয়, ট্রফি দেয়া হয়। এমন টূর্ণামেন্টে কোনোধরণের আয়েজক বা খেলোয়াড় হিসেবে অংশগ্রহন কি জায়েজ হবে? এটা কি জুয়া?