আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ,
১/ কোন মেয়ে যদি স্বপ্নে তার ভাইয়ের সামনে পর্দা করতে দেখে , এবং কিছুক্ষণ পর ভাইয়ের চোখে চোখ পড়ে এবং বুঝতে পারে এটাতো আমার ভাই আমি কেন পর্দা করি , এবং পরবর্তীতে স্বাভাবিক ভাবে চলে
এটি দ্বারা কি বোঝায় ?
২/ কোন মেয়ে যদি স্বপ্নে দেখে , তার মুখে ছেলেদের মতো চাপদাড়ি হয়েছে এবং আয়না দেখে মনে মনে ভাবছে এতদিন আল্লাহর জন্য দাঁড়ি রাখিনি বিধায় ভালো দেখায়নি এখন কত সুন্দর লাগছে আল্লাহর জন্য দাঁড়ি রাখছি এ জন্য
এর অর্থ কি ?
৩/ কোন মেয়ে যদি স্বপ্নে তাকে লাল শাড়ি পরিহিত দেখে ( সালাত পড়তেছে কোন এক লিজের পাড়ে ) এবং সিজদা থেকে উঠতেছে আর মনে মনে ভাবে , লাল শাড়ি পরে বসে আছি এখনো কেউ আসলো না ( বিয়ে হলো না ) এটা বোঝাচ্ছে ।
*( মেয়েটি অবিবাহিত )
এর অর্থ কি ?
৪/ আমাদের এলাকায় এক মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে , তার মেয়ে বা এক আত্মীয় স্বপ দেখেছে যে, ঐ মহিলা গলায় ফাঁস লাগিয়ে দৌড়াচ্ছে এবং পানি চাচ্ছেন , নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , যে যেভাবে আত্মহত্যা করে সে ভাবেই কিয়ামত পর্যন্ত ওভাবেই আত্মহত্যা করতে থাকে । এই হাদীস অনুযায়ী কি ঐ মহিলা কষ্টে আছেন বুঝে নিবো , তার কষ্ট লাঘব করার জন্য এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কি কোন উপায় আছে উস্তাদজী ?
৫/ এক মহিলা মারা গেছে ডায়রিয়া হয়ে , তো উনি উনার মেয়ে জামাইয়ের কাছে লক্ষ লক্ষ টাকার ঋণ ছিলেন , ঐ মহিলার মেয়ে স্বপ্ন দেখেছেন যে তার মা তাকে বলছে , মা তোর স্বামীকে বলিস আমার সব ঋণ যেন মাফ করে দেয়, আমি তো আটকে আছি ।
আমার প্রশ্ন হচ্ছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , যে কেউ যত ঈমানদার হোক না কেন , এক পয়সার ঋণ থাকলে ও সে জান্নাতে যেতে পারবেন না , তার পা শিকল দিয়ে বাঁধা থাকবে , আমরা কি ঐ স্বপ্ন হাদীস অনুযায়ী ধরে নিবো ? এ ক্ষেত্রে যদি মেয়ে জামাই মাফ করে দেন তবে কি ঐ মহিলা কবরে শান্তি পাবে ? করণীয় কি এ ক্ষেত্রে ?