বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
حدثنا أبو الوليد، حدثنا شعبة، عن الحكم، عن إبراهيم، عن علقمة، عن عبد الله رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم صلى الظهر خمساً، فقيل له: أزيد في الصلاة؟ فقال: وما ذاك؟ قال: صليت خمساً، فسجد سجدتين بعد ما سلم.
আবদুল্লাহ (ইবনে মাসউদ) রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর পাঁচ রাকাত পড়েন। তাঁকে জিজ্ঞাসা করা হল, নামায কি বাড়ানো হয়েছে? তিনি বললেন, কী হয়েছে? প্রশ্নকারী বলল, আপনি পাঁচ রাকাত পড়েছেন। অতপর তিনি সালাম ফিরানোর পর দুটি সেজদা করেন।
(সহীহ বুখারী, হাদীস ১২২৬)
★শরীয়তের বিধান হলো, ফরয নামাযের শেষ রাকাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে অতিরিক্ত রাকাতের সিজদা না করা পর্যন্ত স্মরণ হওয়ামাত্র বৈঠকে ফিরে আসবে এবং সাহু সিজদার মাধ্যমে নামায সম্পন্ন করবে।
কিন্তু অতিরিক্ত রাকাতের সিজদা করে ফেললে নামাযটি আর ফরয থাকবে না। তাই দুই রাকাত বিশিষ্ট ফরয নামাযে এমনটি হলে সেক্ষেত্রে নিয়ম হল, ৩য় রাকাতে বৈঠক না করে আরো এক রাকাত পড়ে নিবে। এক্ষেত্রে পুরো চার রাকাতই নফল গণ্য হবে। আর তাকে ফরয নামায পুণরায় পড়ে নিতে হবে।
(আলবাহরুর রায়েক ২/১০২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য সেই এক রাকাত এটি নামাজের জন্য ৪র্থ রাকাত ছিলো।
তার মানে আপনি ৪র্থ রাকাতে শেষ বৈঠক না করে ৫ম রাকাতের জন্য ভুলক্রমে উঠে পড়েছিলেন,এখন আপনি কি ৫ম রাকাতের সেজদাহ আদায় করর ফেলেছিলেন?
যদি ৫ম রাকাতের সিজদাহ আদায় করে থাকেন,তাহলে আপনার উক্ত ফরজ নামাজ বাতিল হয়ে গিয়েছে।
পুনরায় সেই ফরজ নামাজ আদায় করতে হবে।
,
আর যদি আপনি ৫ম রাকাতের সিজদাহ আদায় না করে থাকেন,বরং তার আগেই বৈঠকে চলে গিয়ে থাকেন,তাহলে আপনার উপর সেজদায়ে সাহু আবশ্যক ছিলো,যাহা আদায় না করার কারনে ওয়াক্তের মধ্যে উক্ত নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব ছিলো।
তদুপরি যেহেতু এখন ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে,তাই সেই নামাজ আদায় না করলেও তার ফরজিয়্যাত আদায় হয়ে যাবে।
তবে অনেক ইসলামী স্কলারগন ওয়াক্ত শেষ হলেও সেই নামাজ পুনরায় আদায় করতে বলে থাকেন,সেই মোতাবকে পুনরায় আদায় করতে পারেন,তবে আদায় না করলেও তার ফরজিয়্যাত আদায় হয়ে আপনার জিম্মা থেকে সেই নামাজ বের হয়ে গিয়েছে।
(০২)
উক্ত নামাজ হয়ে গিয়েছে।
পুনরায় আর আদায় করতে হবেনা।