জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
শরীয়তের বিধান মতে যমযমের পানি নিজের আয়ত্ত্বে নিয়ে আসা,বহন করে নিজ দেশে/বাড়িতে নিয়ে আসা,সংরক্ষন করার পর সেটি ক্রয় বিক্রয় করা নিজের আয়ত্ত্বের আসার পর ক্রয় বিক্রয় করা জায়েজ আছে।
এতে শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা নেই।
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَزِيدَ الْجُعْفِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّهَا كَانَتْ تَحْمِلُ مِنْ مَاءِ زَمْزَمَ وَتُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَحْمِلُهُ .
আবূ কুরায়ব (রহঃ) ...... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি যমযমের পানি সঙ্গে করে নিয়ে আসতেন। তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা বহন করে আনতেন। - সহিহাহ ৮৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৯৬৩ [আল মাদানী প্রকাশনী] ৯৬৬)
قال العلامۃ ابن عابدین: المعتمد عندنا ان شراء الشرب لا یصح وقیل ان تعارفوہ صح… نعم لو کان محرزا باناء فانہ یملک
সারমর্মঃ
যদি পাত্রে সংরক্ষণ করা হয়,তাহলে এতে যেহেতু সে এর মালিক হয়ে যায়,তাই এর বিক্রয় জায়েজ আছে।
অন্যান্য পানির মতোই জমজমের পানি নিজ আয়ত্ত্বে নিয়ে আসার পর সেটি বিক্রয় করা জায়েজ আছে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
হ্যাঁ ঐ পানি টাকা দিয়ে ক্রয় করা আপনার জন্য জায়েজ আছে।
(০২)
প্রশ্নে উল্লেখিত ব্যাক্তির জন্য জমজমের পানি সংরক্ষন করে এভাবে ব্যবসা করা জায়েজ আছে।
(০৩)
উক্ত পানি তার মালিকানায় চলে এসেছে।
তাই এর মালিম শুধুমাত্র সেই ব্যাক্তি।
তিনি সন্তুষ্টি চিত্তে পান করতে দিলে তাহা পান করা যাবে।
পরিচিত হলে যদি মনে হয় যে চাওয়া হলে দিবে,তাহলে চাওয়া যাবে।
নতুবা এটি সওয়াল করার অন্তর্ভুক্ত হবে।
(০৪)
জমজম পানির বরকত,উপকারীতা সম্পর্কে হাদীস শরীফে এসেছেঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যমযমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করা হবে তা পূরণ হবে। (হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু) (মুনসাদে আহমদ)।
হজরত আবু জর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যমযমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য এবং রোগীর ঔষধ।’ (তাবারানি, বাযযার)।
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ পানিকে দুনিয়ার শ্রেষ্ঠ পানি হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, জমিনের ওপর সর্বোত্তম পানি হলো যমযমের পানি। (তাবারানি কাবির, ইবনে হিব্বান)
এই পানি পান করলে অনেক রকমের অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়,মর্মে অনেক বিজ্ঞ ব্যাক্তিরা বলেছেন।
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আকীদা বিশুদ্ধ রেখে আপনি এই পানি উক্ত রোগ নিরাময়ের জন্য দোয়া করে পান করতে পারেন।