আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
আমার ২ টা প্রশ্ন আছে,
১)বর্তমান যে করোনা ভ্যাকসিন,,গুগল থেকে ভাইরাল হয়েছে এটা মূলত একটা স্বরযন্ত্র,, তাছাড়া লক্ষণীয় যে প্রায় বেশিরভাগ মানুষই ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে যাচ্ছে এবং এই ভ্যাকসিন দেওয়ার জন্য সবাইকে বিভিন্নভাবে বাধ্য করা হচ্ছে,, আমার প্রশ্ন হচ্ছে,, এই ফেতনা থেকে বাঁচার জন্য কি অন্যভাবে ভ্যাকসিন কার্ড বানিয়ে ব্যবহার করা যাবে?যদিও আমি জানি এটা প্রতারণার শামীল।কিন্তু তারা তো আমাদের সাথে আরো অনেক বড় প্রতারণা করছে,,,তাহলে কি তাদের বিরুদ্ধে ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের এই কাজ জায়েজ হবে?
২)আমার আম্মুরা হলেন এক বোন আর এক ভাই। কিন্তু আমার মামা আমার মায়ের এমন ভাই যে,তাদের মা একজন এবং বাবা দুইজন। মানে,আমার মায়ের বাবা একজন এবং মামার বাবা আরেকজন। কিন্তু দুইজনের মা হলেন একজন।
আমি ছোট বেলা থেকেই নানুর বাসায় বড় হয়েছি এবং এখনো আছি। মামাও আমাকে ভাগিনীর মতো অনেক ভালোবাসেন।আমার প্রশ্ন হচ্ছে,, শরীয়তের দিক থেকে মামা মাহরাম পুরুষের মধ্যে পড়ে,, কিন্তু আমার ঐ ক্ষেত্রে কি মামা আমার জন্য মাহরাম হবেন?
দুইটা প্রশ্নের উত্তর জানা আমার জন্য খুবই প্রয়োজন।