বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/15185 নং ফাতাওয়ায় বলেছি যে,
গণতন্ত্র কে ইসলামী ধাচে সাজানো যায়।কিন্তু বর্তমানে প্রচলিত পশ্চিমা গণতন্ত্র প্রায় অনেকটাই ইসলাম সাংঘর্ষিক।তবে কিছু বিষয় ইসলামের অনুকূলে রয়েছে।
যাই হোক,
এই পশ্চিমা গণতন্ত্রে প্রতিষ্টিত কোনো সরকার যদি সংসদে কোনো বিল পাশ করে,এবং তা কোরআন হাদীসের বিধি-বিধানের অনুকূলে থাকে তাহলো তো ভালো।এবং একে ভালো মনে করা দূষের কিছু নয়। কিন্তু যদি সংসদ কুরআন-হাদীস বিরুধী কোনো বিল পাশ করে।এবং কেউ এ ব্যপারে এই ধারণা করে যে,সংসদের রায়-ই হক্ব বা যথাযোগ্য। তাহলে সে কাফের হয়ে যাবে।(নাউযু বিল্লাহ)(ফাতাওয়ায়ে উসমানি-৩/৫০৭)ইসলামি সরকার ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ভালো মনে করা চরম পর্যায়ের গুমরাহি ও পথভ্রষ্টতা।এবং ক্ষেত্রবিশেষ ঈমান হারা হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/462
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পশ্চিমা গণতন্ত্রের রুপরেখাকে বদলিয়ে কিছূ রদবদল করে পুরোপুরি্ ইসলামি বানানো যাবে, আগমির মুসলমানরা এমনটাই করুক। বা খলিফা পদ্ধতির শাসনব্যবস্থা ফিরে আসুক। এটাই আপাতত কামনা করছি।(শেষ)
গণতন্ত্রের সাথে জড়িত থাকার কারণে কাউকে কাফির বলা যাবে না।