বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যতক্ষণ পর্যন্ত গাছে কোনো নাপাক পানি থাকা নিয়ে দৃঢ় ইয়াকিন বিশ্বাস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গাছের পানি নাপাক হবে না।
ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হল,
যা উসূলে ফিকহের গ্রহণযোগ্য কিতাবে বর্ণিত রয়েছে....
ﺍﻟﻴﻘﻴﻦ ﻻ ﻳﺰﻭﻝ ﺑﺎﻟﺸﻚ
(ﺍﻷﺷﺒﺎﻩ ﻭﺍﻟﻨﻈﺎﺋﺮ، ﺍﻟﻘﺎﻋﺪﺓ ﺍﻟﺜﻼﺛﺔ)
ভাবার্থঃপূর্ব বিশ্বাস সন্দেহের কারণে দূরবিত হয় না।(অাল-আশবাহ ওয়াননাযাঈর-তৃতীয় ক্বায়েদা দ্রষ্টব্য)
সুতরাং যেহেতু সন্দেহ পূর্বের ইয়াকিন-বিশ্বাসকে দূরবিত করে না।সুতরাং আপনার পবিত্র কাপড় বিড়ালের মল লেগে যাওয়ার সন্দেহ দ্বারা নাপাক হবে না।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার শরীর নাপাক হবে না।