১,হযরত,কোনো ব্যক্তি দাড়ি ওয়ালা জুব্বা পরা বেশ ধার্মিক লেবাস যুক্ত।সে তার বন্ধুর বাসায় রাতে ছিল। ইশার নামাজ ওয়াক্তের শেষ দিকে পড়বে বলে অলসতা করছিল যখন শেষ সময় উপস্থিত, তখন সে আরো অলসতা করছিল,তখন সে মনে করে তার বন্ধুত জানে, সে নামাজ পড়ে ফেলেছে।একথা ভেবে পড়ে কাযা করবে ভেবে নামাজ সেই ওয়াক্তে ছেড়ে দেয়।এমনকি ফজর নামাজ ও পড়েনা।সকালবেলা উঠে ভাবে বন্ধুটিত জানে সে নামাজ পড়েছে তাহলে লজ্জার কিছু নেই যেহেতু সে জুব্বা পরিহিত সবাই ধার্মিক ভাবে।পরে নামাজ কাযা করবে।
এতে তার ঈমান ভংগ হয়নি? যেহেতু সে রিয়ার জন্য আমল ছাড়ল।অথচ সে এ বিধান জান্ত।
২,জুম্মার নামাজে অনেক সময় জায়গা না হলে দুটি সিড়ির মাঝে যে জায়গা সেখানে পড়লে নামাজ হবে কি
৩,আমার মাঝে মাঝে তাশাহুদের একটি শব্দ বা বাক্য ছাড়লাম কিনা অনেক সন্দেহ হয়,এতে আবার পড়তে মন চায়।এভাবে বারবার পড়ার দরকার আছে? নাকি সাহু সিজদায় দিব?