আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা। কস্ট করে হুজুর পুরোটা পরে উত্তর দিয়েন।
হুজুর আমি আমার স্বামীকে ভালবেসে বিয়ে করেছি।কিন্তু আমার পরিবার রাজী ছিল না।মানে অনেক ধরনের ইমোশনাল কথা বলতে শুরু করে।আমি ভাবতে থাকি কি করব।একবার ভাবি স্বামীর কাছে থাকব আরেকবার ভাবি মা বাবার কথা।আমি পুরো পাগলের মত হয়ে গিয়েছিলাম।অনেক কান্নাকাটি করেছিলাম অনেক।মাকে বলেছি আচ্ছা "আপনারা যা বলেন করব। যদি কেও আমার সব মেনে বিয়ে করে তাহলে তাকে দিয়েন বিয়ে"।কথা গুলো বলেছি কিন্তুু নিজের নফসকে আমি তালাক দি নাই।স্বামীও আমাকে তালাক দেই নি।কেন জানি আমার মনে হচ্ছিল আল্লাহ সব ঠিক করে দিবে মানে আমার স্বামীকে হারাতে হবে না(হুজুর কথাটা আল্লাহর ওপর সন্দেহ নিয়ে নই)।তবু একবার ভাবি যে স্বামীকে ছেড়ে দিব,আগে বাবা কি বলে দেখি সেরকম বলেছি।ভাবছি বাবা হয়ত আমার পক্ষে কিছু বলবে আবার ভাবি বলবে না।মা বাবা যা বলে করব বলছি মন থেকে।বাবা যা বলবে হয়ত আমার ভালর জন্য সেটাও ভাবতাম।ভাবতাম হয়ত স্বামীকে হারিয়ে ফেলেছি আর এক হব না।স্বামীর চাইতেও মা বাবার কথা বেশি ভেবেছি।পরে বাবা মেনে নিছে।কিন্তুু নিজের নফসকে তালাক দি নাই।তালাকের কথা মনে আসলে সহ না না করি।কারণ স্বামী আমাকে অধিকার ওটা দিছে।তাই আমি মনে আসলে সহ না না করি। মনে মনে ভাবলেও কি তালাক হবে?কারণ হুজুর আমি অনেক কিছু ভেবেছি।হুজুর উপরোক্ত কোন কথা দ্বারা কি আমার তালাক হবে?আমার স্বামীর সাথে আমি নিশ্চিন্তে সংসার করতে পারব তহ?হুজর আরেকটা প্রশ্ন তখন স্বামী বলেছিল ঃ
"তুমাকে ছেড়ে দেওয়ার বিষয়টাা
আমি কিয়ামতের আগেও মানতে পারব না"।
মানে আমাকে ছেড়ে দিবে ওই বিষয়টা মানতে পারতেছে না। কারন আমি বলেছি মা বাবার দিকে তাকিয়ে ভুলে যাও।কিন্তুু স্বামি তালাক দেই নি।এতে কি তালাক হবে?উপরোক্ত কোন কথা দ্বারা?আর হুজুর মনে মনে ভাবলেও কি তালাক হবে?