আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
243 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)

আসসালামু আলাইকুম। 

১. শাইখ, ইউটিউব এ একটা হামদ শুনেছি। সেটার নাম " ইয়া মক্কা, ইয়া মক্কা, ইয়া হারামেইন"। এটা এরাবিক হওয়াতে আমি এটার অর্থ বুঝতে পারছিনা। শুনতে তো ভালোই লাগছে তাই অনুগ্রহ করে লিরিক্স টা দেখে যদি জানাতেন যে এই হামদ টা তে কোনো ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথা আছে নাকি। আর যদি অর্থ টা একটু বলতেন কি বুঝানো হচ্ছে এখানে। 

Ya makkah ya haraman ashjana milltirti zam watibtti makana Hamd

aye allah aye allha
tu hi atta tu hi jood-o-sakaa

ham hain tery manggty
khalli daman bhar day

aj kuch aisa kar day
aye allah aye allah

deen tera ham pay hai ahsaan
takmeel-e-insanni

duniya ki sultani
Aye allah

tu hi atta tu hi jood-o-sakaa
ham hain tery manggty

khalli daman bhar day
aj kuch aisa kar day

ya makkah ya haraman ashjana
milltirti zam watibtti makana
watibtti makana
ash-o-poum limakkata tanadana

wahabahu qatabful ashjana
han nafsoon taheebul kuli lihana

wall qalboo yunabbi himana
Aye allah aye allha

tu hi atta tu hi jood-o-sakaa
ham hain tery manggty

khalli daman bhar day
aj kuch aisa kar day

ay allah yeh hai dua
dil mai mary ghar karly

tery siwa koi na hoo
mujh py aisa karam kardy

mai hon khattta khtta hi khtta
par tu hai atta

khali daman bhar day
aj kuch aysa kar day

ya makkah ya haraman ashjana
milltirti zam watibtti makana

watibtti makana

২. শাইখ, আরেকটা নাত আছে যেটার অর্থ টা বেশ ভালো।  আমি একটা ইউটিউব লিংক দিচ্ছি যদি অনুগ্রহ  করে শুনে একটু বলতেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউস করা হয়েছে নাকি? জুনায়েদ জামশেদ এর গাওয়া নাত। 

https://youtu.be/sSh0I5uxPaA

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ইয়া অর্থ 'হে' ইয়া মক্কা অর্থ হে মক্কা,ইয়া মদিনা অর্থ হে মদিনা।

ইয়া মক্কা, ইয়া মদিনা সংগীত শ্রবণ করা যাবে, যদি তাতে কোনো মিউজিক না থাকে।

(২)

https://www.ifatwa.info/1898 নং ফাতাওয়ায় আমরা বলেছিলাম,
সু-প্রিয় পাঠকবর্গ!
এ সমস্ত রেওয়াত প্রমাণ করে যে,গজল বা ইসলামী সংগীত যদি ভালো অর্থবোধক হয়, তাহলে আবৃত্তি করা, শ্রবণ করা জায়েয আছে।চায় একক কন্ঠে হোক বা সম্মিলিত কন্ঠে হোক।
তবে কয়েকটি মূলনীতিকে অত্যাবশ্যকীয়ভাবে লক্ষ্য রাখতে হবে।
(১)মিউজিক থাকতে পারবে না।
(২)অত্যাধিক মনযোগ প্রদান করা যাবে না।যার দরুণ ফরয ওয়াজিব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
(৩)মহিলাদের কন্ঠে হতে পারবে না,এবং অশ্লীল বা হারাম কথাবার্থা তাতে থাকতে পারবে না।
(৪)ফাসিক,এবং উদ্ভ্রান্তদের কন্ঠে হতে পারবে না।
(৫)এমন কোনো আয়োজন হতে পারবে না, যা মিউজিকের মত মনে হয়।
(৬)গান যেভাবে মানুষকে আকৃষ্ট করে,ফিতনায় পতিত করে, সে রকম কোনো কন্ঠ হতে পারবে না।
অথচ বর্তমানে প্রচলিত অনেক শে'র, গজলে এমনটাই লক্ষ্য করা যায়।আজকালের শ্রুতাগণ অর্থের দিকে খেয়াল না করে, তারা কন্ঠ এবং ভাবভঙ্গির দিকেই বেশী খেয়াল করে গজল বাছাইরকরে।এত্থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।(ফাতহুল বারী-১০/৫৫৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মিউজিক কোনটাতে আছে? আর কোনটাতে নাই, এগুলো নির্ধারণ করা সাউন্ড এনালিষ্টের কাজ। সুতরাং আপনি বিজ্ঞা কোনো সাউন্ড এনালিষ্টের শরণাপন্ন হয়ে উনার কাছ থেকে জেনে নিবেন। আপনি এই নাশিদ শুনতে পারবেন।জাযাকাল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...