আচ্ছালামু আলাইকুম। আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জরুরত মনে করছি, স্বপ্ন হল
আমার পরিবারের কয়েকজন একটা রুমে যায়। যেখানে এক বক্সে রাসুলুল্লাহ সাঃ ছিলেন। আমরা বক্স খুলে দেখতে চাইছিলাম৷ কিন্তু দেখতে অনেক টাকা লাগবে তাই দেখা হয়নি। সবাই বাইরে চলে গেছিলো। আমি পায়ের বরাবর দাড়িয়ে দরুদ পড়ছিলাম, কিন্তু পায়ের বরাবর দাড়াতে আমার ও হাদিস মনে পড়ল, যেখানে আছে কিয়ামতে সবাই রাসুলুল্লাহ এর পায়ের কাছে সমবেদ হবে। আমার কেমন যেন লাগলো, তাই পাশে সরে দরুদ পড়ছিলাম৷ পরক্ষনে ওইখানের একটা গেম খেলছিলাম, যেটাতে আমি জিতে যায়, আর রাসুলুল্লাহ কে দেখার সুযোগ পেয়ে যায়৷ সবাইকে ডাকলাম। বক্সের মুখ খুলা হল, আমি একটু চেষ্টা করে কয়েক সেকেন্ডের জন্য দেখি, বাচ্চার মত, আর শুধু চোখ, নাক, মুখ, এইটুকু দেখার সুযোগ হয়। যা দেখে বুঝা যাচ্ছিল সেটা বাচ্চা। আমি ইয়া রাসুলুল্লাহ বলছিলাম। এরপর চলে আসি। বাইরে এসে হাটছিলাম, একটা বাচ্চার কান্না শুনতে পাই, আমি সবাইকে বলছিলাম বাচ্চা কান্না করে, পরে দেখি আমার আত্মীয়র বাচ্চা কান্না করছে। স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়।
সময়টা ছিল সম্ভবত সকাল ১০:৩০-১১ টা