ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/22850 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
হেদায়া গ্রন্থের সর্বজনখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল কাদীরে বর্ণিত রয়েছে......
যে সমস্ত এলকোহল খেজুর বা আঙ্গুর দ্বারা বানানো হয়নি, তেমন বস্তু নেশা না আসা পর্যন্তের জন্য ব্যবহার জায়েজ ইমাম আবু হানীফা রহঃ এবং ইমাম আবু ইউসুফ রহঃ এর মতানুসারে।
{ফাতহুল কাদীর-৮/১৬০)
আরো বর্ণিত রয়েছে- (ফাতওয়ায়ে আলমগীরী-৫/৪১২, আল বাহরুর রায়েক-৮/২১৭-২১৮, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৭/২১৯}
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জায়ফল দ্বারা যদি নেশা সৃষ্টি হয়,তাহলে এ পরিমাণ খাওয়া জায়েয হবে না,যা দ্বারা নেশা চলে আসে।হ্যা,নেশা আসার পূর্ব পর্যন্ত জায়ফল খাওয়া জায়েয হবে।(শেষ)
সুতরাং
জয়ফলকে মদের মত হারাম বলা যাবে না।বরং জয়ফল তখনই হারাম বলে বিবেচিত হবে, যখন তা নেশাকে নিয়ে আসবে।যতক্ষণ পর্যন্ত নেশা না আসবে, ততক্ষণ পর্যন্ত জয়ফল জায়েয হবে।