জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: لَا تَسُبُّوا الْأَمْوَاتَ فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلى مَا قَدَّمُوْا رَوَاهُ البُخَارِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মৃতদেরকে গালি দিও না। কেননা তারা নিশ্চিতভাবে তাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে।
সহীহ : বুখারী ১৩৯৩, ৬৫১৬, নাসায়ী ১৯৩৬, আহমাদ ২৫৪৭০, দারিমী ২৫৫৩, ইবনু হিব্বান ৩০২১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭১৮৭, শারহুস্ সুন্নাহ্ ১৫০৯, সহীহ আল জামি‘ আস্ সগীর ৭৩১১।
মৃতদের গালি দেয়া নিষেধের কারণ বলা হয়েছে যে, তারা তো তাদের কৃতকর্মের ফলাফল পেয়ে গেছে, এখন তোমার গালি দেয়াতে তাদের কোন ক্ষতিও হবে না এবং কোন লাভও হবে না। যেমন জীবিতদের বেলায় হয়ে থাকে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো অন্যায় অবিচারের কারনে মৃত ব্যক্তির জন্য উক্ত মাজলুম মহিলার মনের মধ্যে নাফরাত সৃষ্টি হয়েছে।
এটি আপনা আপনি সময় চলে গেলে অন্তর থেকে দূর হয়ে যাবে। সে জীবিত অবস্থায় উক্ত মহিলার উপর জুলুম, অবিচার করে থাকলে এক্ষেত্রে অনিচ্ছায় চলে আসা এই নাফরাতের কারনে উক্ত মাজলুম মহিলার গুনাহ হবেনা।
,
তবে যদি নাফরাতের কোনো কারন না থাকে,বরং মাইয়্যাত জীবিত অবস্থায় সেই মহিলার উপর জুলুম,অবচার না করে থাকে,তাহলে অহেতুক তাকে ঘৃণা করার কারনে উক্ত মহিলার গুনাহ হবে।