আসসালামু আলাইকুম
আমি একটি ই-কমার্স কোম্পানির সাথে ফ্রিল্যান্সিং এ যুক্ত। সাথে এফেলিয়েট মার্কেটিং এও। এখন, আমি কোম্পানির কোনো প্রোডাক্ট বা সার্ভিস [ সব পণ্যই হালাল ] সেল করে দেই, এর ফলে আমাকে একটা পয়েন্ট দেওয়া হয়, আর যখন পয়েন্ট ম্যাচিং [ দুই সাইট থাকে প্রতিজনের, দুই পাশে দুটি বিক্রি হলে ম্যাচিং হয়] হয় তখন আমি একটা এমাউন্ট পাই পণ্যের লাভ থেকে। এখন এ টাকা কি হালাল হবে আমার? আর এ টাকা থেকে ট্যাক্স ও দেওয়া হয়ে যায় অটোমেটিক। তোহ সরকারিভাবে টাকা সাদা। কিন্তু, শরীয়াহ মোতাবেক কি এটা হালাল?