আসসালামু 'আলাইকুম। একজনের পক্ষ থেকে প্রশ্নটি করা...
তার জিজ্ঞাসাকৃত প্রশ্নটি নিম্নরূপ-
&;আমি কথাগুলো বলতে খুবই লজ্জাবোধ করছি , কিন্তু আমার মধ্যে পরকালের শাস্তি নিয়ে অনেক অনেক ভয় কাজ করতেছে, আমি কিভাবে এই মুখ নিয়ে রবের সামনে দাঁড়াবো । তাই কথা গুলো না& শেয়ার করে পারছি না....
আমি একজনকে খুব ভালোবাসতাম , তার কথাবার্তা-ব্যবহার দ্বারা বোঝা যেতো সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে &;। আমরা বাইরে দেখা করার সবসময় সুযোগ পেতাম না বললেই চলে , কিন্তু এমন অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায় (আল্লাহ মাফ করুক , কথাটা লিখতে আমার অন্তর কাঁপছে) আমরা গোপনে দেখা করতাম প্রায়শই । কিন্তু আধুনিক যুগে যেটাকে রুমডেট বলে সেটা হয়ে যায়, কিন্তু intimacy করিনাই আমরা কখনো । আমার রব আমাকে বলেছে যিনার কাছেও যেও না , আমি আমার নফসের গোলাম হয়ে গেছিলাম ক্ষণিকের ভালোবাসা পাওয়ার লোভে । সে আমাকে ঠিকি ধোঁকা দিয়ে তার মানসিক ব্যবস্থার মতো না হওয়ায় আমাকে ছেড়ে চলে গেছে , কিন্তু আমার রব আমাকে এখনো সময় দিয়েছেন । আমি খুব খুব লজ্জিত!!! আমার মন খচখচ করতেছে, চিন্তায় ঘুমানোও যেন কষ্টকর । আমি আলাদা করে তাওবার নিয়তে নফল সালাত আদায় করিনি , কিন্তু ধোঁকা দেয়া মানুষটির সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করার মাধ্যমে সকল&; সম্পর্ক নষ্ট করেছি তার সাথে আর জঘন্য কাজটি থেকেও বিরত হয়েছি । তাও আমার মন শান্ত হয় না , আমার মধ্যে ভয় কাজ করে । হুজুর , আমি কি করবো আমাকে মাসআলা দিন এই ব্যাপারে!!! আমি খুবই চিন্তিত !!!!&;