আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
120 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালমুআলাইকুম।

ছোট বেলা থেকেই আমি অনেক শান্ত ছিলাম,কিন্তু আমার পরিবারের মানুষ তথা আমার বাবা মা ভাই এর অতিরিক্ত রাগ উচ্চস্বরে কথা বলা এ জিনিস গুলি আমার উপর প্রভাব ফেলতে শুরু করে,আমার স্বামী আলহামদুলিল্লাহ খুব ই শান্ত ভদ্র একজন মানুষ ,আমি ভাবতাম যে আমার স্বামীর সাথে থাকা শুরু করলে আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে,কিন্তু দেখা যাচ্ছে যে কারণে অকারণে বা কাজের চাপ বা বেস্ততা থাকলেই আমি আমার স্বামীর সাথে রাগ অভিমান করে বসি ,পড়ে আমার অনেক অনুশুচনা হয় মায়া হয় তার প্রতি , স্বামীর আনুগত্য করার বিধান এবং ফযীলত সব জানা সত্বেও আমি এমন করে ফেলি ,আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না প্রায় 7 মাস যাবত।আর আমার বাবা নামাজ পড়েন না,সারা দিন টিভি গান মোবাইল নিয়ে পরে থাকে তিনি অকারণে আমার সাথে চিৎকার করে কথা বলে আর আমার মা ও আমার সাথে অসহ্যকর আচরণ করে ,আমি। চুপ থাকলেও তারা বাড়াবাড়ি করে তাদের মত আচরণ তো করি না কিন্তু রাগ হয়ে কথা বললে একটু চুপ থাকে ,আমি মানসিক ভাবে ওদের জন্য অনেক অস্বস্তি তে থাকি জার কারণে নিজের স্বামীর উপর কারণে অকারণে রাগ হয়ে যাই, আমি জানি এটা অন্যায়,এর থেকে আমি বের হতে চাই ,সব অবস্থায় আমার স্বামীর সাথে শান্ত ভাবে থাকতে চাই,আমার বাবা মার কারণে je প্রভাব আমার উপর পড়েছে আমি চাই না আমার স্বামীর সাথে তেমন করতে , দেখা যায় যে রাগ নিয়ে নামাজ পরছি অজিফা করছি তবু রাগ কমে না, কি আমল করলে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি? আর আমার স্বামীর অনুগত হয়ে থাকতে পারি?

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-

স্বামীর প্রতি কোনো ভাবেই রাগ করা যাবেনা। 
হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «الْمَرْأَةُ إِذَا صَلَّتْ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَأَحْصَنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ بَعْلَهَا فَلْتَدْخُلْ مِنْ أَىِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে, রমাযানের সিয়াম পালন করে, গুপ্তাঙ্গের হিফাযাত করে, স্বামীর একান্ত অনুগত হয়। তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশের সুযোগ থাকবে।
(মিশকাতুল মাসাবিহ ৩২৫৪.হিলইয়াতুল আওলিয়া ৬/৩০৮।)

خَيْرُ النِّساءِ الَّتِي تَسُرُّهُ إذا نَظَرَ وَتُطِيعُهُ إذا أمَرَ ولا تُخالِفُهُ في نَفْسِها ولا مالِها بِما يَكْرَهُ.

‘‘শ্রেষ্ঠ রমণী সেই, যার প্রতি তার স্বামী দৃষ্টিপাত করলে সে তাকে খুশি করে দেয়, কোন আদেশ করলে তা পালন করে এবং তার জীবন ও সম্পদে স্বামীর অপছন্দনীয় বিরুদ্ধাচরণ করে না।’’

لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا.

‘‘যদি আমি কাউকে কারো জন্য সিজদা করতে আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।’’

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
রাগ উঠলে রাসুল সাঃ এর নির্দেশ মানতে হবে।
আর আল্লাহ তায়ালার কাছে রাগ কমানোর জন্য দোয়া করতে হবে,ধৈর্য ধারনের চেষ্টা করতে হবে।  
,
রাগ কমানোর আমল সংক্রান্ত বিস্তারিত  জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 86 views
...