আসসালমুআলাইকুম।
ছোট বেলা থেকেই আমি অনেক শান্ত ছিলাম,কিন্তু আমার পরিবারের মানুষ তথা আমার বাবা মা ভাই এর অতিরিক্ত রাগ উচ্চস্বরে কথা বলা এ জিনিস গুলি আমার উপর প্রভাব ফেলতে শুরু করে,আমার স্বামী আলহামদুলিল্লাহ খুব ই শান্ত ভদ্র একজন মানুষ ,আমি ভাবতাম যে আমার স্বামীর সাথে থাকা শুরু করলে আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে,কিন্তু দেখা যাচ্ছে যে কারণে অকারণে বা কাজের চাপ বা বেস্ততা থাকলেই আমি আমার স্বামীর সাথে রাগ অভিমান করে বসি ,পড়ে আমার অনেক অনুশুচনা হয় মায়া হয় তার প্রতি , স্বামীর আনুগত্য করার বিধান এবং ফযীলত সব জানা সত্বেও আমি এমন করে ফেলি ,আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না প্রায় 7 মাস যাবত।আর আমার বাবা নামাজ পড়েন না,সারা দিন টিভি গান মোবাইল নিয়ে পরে থাকে তিনি অকারণে আমার সাথে চিৎকার করে কথা বলে আর আমার মা ও আমার সাথে অসহ্যকর আচরণ করে ,আমি। চুপ থাকলেও তারা বাড়াবাড়ি করে তাদের মত আচরণ তো করি না কিন্তু রাগ হয়ে কথা বললে একটু চুপ থাকে ,আমি মানসিক ভাবে ওদের জন্য অনেক অস্বস্তি তে থাকি জার কারণে নিজের স্বামীর উপর কারণে অকারণে রাগ হয়ে যাই, আমি জানি এটা অন্যায়,এর থেকে আমি বের হতে চাই ,সব অবস্থায় আমার স্বামীর সাথে শান্ত ভাবে থাকতে চাই,আমার বাবা মার কারণে je প্রভাব আমার উপর পড়েছে আমি চাই না আমার স্বামীর সাথে তেমন করতে , দেখা যায় যে রাগ নিয়ে নামাজ পরছি অজিফা করছি তবু রাগ কমে না, কি আমল করলে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি? আর আমার স্বামীর অনুগত হয়ে থাকতে পারি?