আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা। হুজুর আমার কথাগুলো পড়ে দয়া করে একসাথে উত্তর দিয়েন।আমি অনেক বড় সমস্যাই
১।হুজুর আমি কিছুদিন আগে ঈলা সম্পর্কে জানতে পারি।আমার স্বামী আমার কাছ থেকে দূরে থাকে।ফোনে কথা হয়।তহ একবার নাকি দুইবার ঠিক মনে নাই কয়বার শপথ করে ফেলে আর আসবে না আমার কাছে,সহবাস করবে না।মাঝে মাঝে মনে হয় করে নি শপথ।আবার খুব বেশি মনে হচ্ছে করেছে।৯৮% মনে হচ্ছে করেছে শপথ।করেছে বলে ধরে নিছি আমি।কারণ আমার বেশি মনে হচ্ছে করেছে শপথ,না করলে আমার মাথায় আসছে কেন।বললেও কিন্তু এর ১থেকে ২ ঘন্টা পর আবার ঠিক হয়ে যাইত সব আমার আর স্বামীর মাঝে।।মানে আসতে না পারলেও কথা হয়।লকাডাউনের কারণে আসতে চাইয়েও পারে নি।তহ কয়েকটা শায়েখের কাছে মাসআালা পেয়েছি তালাক হবে না।কারণ তালাক দেয়নি।আর যখন সুযোগ পেয়েছে তখন চলে আসছিল আমার কাছে।হুজুর ওই শায়েখদের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না।আমরা হুজুর ঈলা কি সেটাও জানতাম না।আমি থাকি আমার বাপের বাড়ি।তহ যতদিন আসতে পারে নি মাঝে মাঝে ঝগড়া হলে কেনায়া সূচক কথা,বলত।তালাকের উদ্দেশ্যে নই।ওনি বলতেছে না তালাকের নিয়ত কোনদিন ছিল না।শপথ করে বলেছে।তালাকের মজলিস ও ছিল কিনা মনে নেই।আপনারাও বলেছিলেন কেনায়া তালাকে তালাকের নিয়ত না থাকলে তালাক হয় না।হুজুর আমার কি এখন তালাক হবে?হুজুর আমাদের মাঝে সব ঠিক আছে।হুজুর এমন একটা ফতোয়া দিন যাতে একটা তালাক ও না হয়।কারন হুজুর স্বামীর সামনে এই কথাগুলো বলতেও পারব না।ওনি রেগে যায়।দয়া করে এমন একটা ফতোয়া দিন যাতে একটা তালাক ও না হয়।আমরা হুজুর তখন ঈলা কি আর কেনায়া তালাক কি কিছুই জানতাম না।কয়েকদিন আগে জানতে পারি।আমাদের মাঝে সব ঠিক এখন।আমাদের সংংসার বৈধ তহ হুজুর? খুব ভয় হচ্ছে কাউকে কিছু বলতে পারতেছি না।কেনায়া বাক্য বললেও নিয়ত ছিল না ওনার।টেনশনে আমি পুরা অসুস্হ হয়ে গেছি।হয়ত পাগল হয়ে যাব কয়েকদিন গেলে।
২।হুজুর কেউ যদি শপথ করে বলে যে এটা করলে আমি মুসলমান থেকে বের হয়ে যাব অটোমেটিক।তহ ওই কাজটা করলে মানে শপথ ওটা ভন্গ করলে কি মুসলমান থেকে বহিঃস্কৃত হয়ে যাবে? রাগের মাথায় শপথ করেছে।কিন্তুু আল্লাহকে বিশ্বাস করে,ভয় করে।রাগের মাথায়,শপথ করে ফেললে,তা ভেন্গে ফেললে কি মুসলিম থেকে খারিজ হয়ে যাবে?ঈমান থাকা সত্ত্বেও?বিবাহিত হলে কি তালাক হবে?হুজুর আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি।আমার কোন উপায় নাই।
৩।প্লিস বলে ( ) এই ইমুজি টা দিলে মেসেজে কি ঈমান চলে যাবে শির্ক হবে? আমি তহ হুজুর কারো কাছে ক্ষমা বা রাগ ভাংগানোর জন্য ইউস করেছিলাম।আল্লাহর সাথে কাউকে শরিক করি নি।আমার ঈমান কি চলে গেছে?ইমুজিটা এখানে উঠে না হুজুর।
হুজুর অনেক বড় সমস্যাই।নিজের পছন্দমত বিয়ে করেছি।কাওকে কিছু বলতে পারতেছি না।বাসায় ও রাখবে না আমাকে।হুজুর উপায় কি আমার?খুব ভয়,হচ্ছে আমি টেনশনে পুরা অস্হির হয়ে গেছি হুজুর।চোখে পথ দেখতেছি না।আমার সংসার কি বৈধ আছে হুজুর?