হুজুর আমার স্বামীর সাথে আমার বিয়ের আগে থেকে পরিচয়।ঝগড়া বেশি হলে আমি বলেছিলাম তুই আমার ধর্মস্ত ভাই।আসলে রাগের মাথাই বলেছিলাম।আর বলেছিলাম বিয়েও করব না তোকে।স্বামী বলেছিল ছি এইরকম বলা যায় না,সম্পর্ক হারাম হয়ে যায়।হুজুর স্বামী ঠিক কি বলেছিল আমার স্পষ্ট মনে নেই।মনে হয় ওইরকম বলেছে।হুজুর ওনাকে আমি ভাই বললেও তহ ওনি আমার ভাই নই।রাগে ঝগড়ার সময়,বলেছিলাম।আমরা একবছর হচ্ছে বিয়ে করেছি।আমাদের বিয়ে কি বৈধ হবে না?আর শুনেছি ভাই বললে তালাক হয়,না স্বামীকে।আর শুনেছি ইসলামে ধর্মের ভাই বোন বলতে কিছু হয় না,শুধু যারা নিজের মা বাবার ছেলে ওরা ছাড়া।হুজুর বিয়ের পর আর বলেছি কিনা মনে পড়ে না।মনে হয় বলি নি।হুজুর আমাদের বিয়ে কি বৈধ হয়েছে? আর বিয়ের পর বললে কি তালাক হবে? হুজুর আরেকটা প্রশ্ন স্ত্রী যদি স্বামীকে বলে তুমার সাথে কোন সম্পর্ক নেই বা তুমি আমার জন্য হারাম তাহলে কি তালাক হবে?