ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
عن عبد الله بن عمر -رضي الله عنهما- عن النبي -صلى الله عليه وسلم- قال: «إن الله -عز وجل- يقبل تَوْبَةَ العَبْدِ ما لم يُغَرْغِرْ»
রাসূলুল্লাহ সাঃ বলেন, নিশ্চয় আল্লাহ তা'আলা বান্দার সাকরাতুল মওতের পূর্ব পর্যন্ত বান্দার তাওবাহ কবুল করেন।(সুনানে তিরমিযি,সুনানে ইবনে মা'জা)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মৃত্যু সন্নিকটে দেখে তাওবাহ করলে সেই তাওবাহ কবুল হবে কি না নিশ্চিত নয়। তবে এজন্য তাওবাহ পরিত্যাগ না করে বরং তাওবাহ করাই উচিৎ। কখন আল্লাহ কার তাওবাহকে কবুল করবেন, সেটাতো বুঝা যাবে না।সুতরাং আল্লাহ কাছে তাওবাহ করাই অধিক শ্রেয়।