আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
হুজুর আমি মাঝে মাঝে মনমালিন্যের সময়,সামির কিছু কিছু কাজ ভাল লাগে না।ওই কাজ থেকে মুক্তি চেয়েছি,আার হয়ত বলেছি কি জন্য বিয়ে করলাম জানি না আর হয়ত বলেছি সহ্য করতে পারতেছি না।তহ উত্তরে স্বামী যদি বলে আর করব না কাজ ওইগুলা,মুক্তি দেব, আমাকে ভাল না লাগলে থাকিও না চলে যাও কস্ট করে থাকিও না।কোন নিয়তে বলত স্বামীও জানে না।ওনি বলতেছে কোনদিন তালাকের নিয়তে এসব কথা বলে নি।আর বলেছে কোনদিন বলে নি তালাকের নিয়তে কোন কথা।তালাকের মজলিস ছিল কিনাও জানি না।ওনি নিজ থেকে কোনদিন আমাকে চলে যেতে বলে নি আমার যদ্দূর মনে আছে। আমাদের কি তালাক হবে এসব কথা,দ্বারা?...........হুজুর আরেকটা কথা আমার স্বামীর সাথে আমার বিয়ের আগে থেকে পরিচয়।আমাদের ঝগড়া হলে গালি গালাজ হত।একবার বলেছিল"তোর মারে চু*দি"।কিছু মনে করিয়েন না হুজুর দুঃখিত।কথাটা বিয়ের আগে বলেছিল।বিয়ে হয়েছে একবছর হচ্ছে। বিয়ের পর আর বলেছে কিনা জানি না,মনে নেই।এসএমএসে কথা বলি তহ,বিয়ের পরে বলেছে কিনা মনে নেই। ওটা হচ্ছে একটা গালি।কোন সত্যি সত্যি ওইরকম করে নি।স্বামী বলতেছে ও বললেও কোন তালাকের উদ্দেশ্যে বলে নি।আর ওটা কখন বলেছে সেটাও ওনার মনে নেই মনে হয়।ওনাকে জিগ্যেস করেছি কিন্তু ু ওনি জিগ্যেস করতে বারণ করেছে আর বলতেছে আমার কোন উদ্দেশ্যে ছিল না।রেগে গালি মুখ দিয়ে বের হয় গেছে।আর কিছু বলেনি ওনি।সম্পর্ক শেষ করার জন্য বলেনি হুজুর কথাটা।এমনিতে গালি।বিয়ের পর বললে কি তালাক হবে?।আবার বিয়ের পর কয়েকবার গালি গালাজ করেছে,৩-৪ বার মা ধরে কিন্তুু ওটা বলেছে কিনা মনে নেই,আমার দোষেই করেছিল গালি গালাজ।হুজুর উপরোক্ত দুইটা ঘটনা ও বিয়ের পর মাকে ধরে গালিগালাজ করার দ্বারা কি তালাক হবে?ছেড়ে দেওয়ার কথা কোনদিন বলে নি।বিয়ের পর রাগ ওঠলে গালি দিত।যেমনঃতুর মাকে নিয়ে টানা টানি করছি নাকি আমি,তুর মার জামাই পাইছস নাকি আমাকে ইত্যাদি।আরো কত গালি।রাগ উঠলে গালি দিত ।পরে সব ঠিক হয়ে যাইত।ক্ষমা ও চাইত মাঝে মাঝে।গালির উদ্দেশ্যে বলত।তালাকের উদ্দেশ্যে নই।এখন আর গালি দেই না হুজুর।আমাদের সম্পর্কের কিছু হবে?আমাদের বৈবাহিক সম্পর্ক কি বৈধ আছে হুজুর?আমার হুজুর সবসময় ভয় হয় আমার বৈবাহিক সম্পর্ক বৈধ আছে কিনা ভেবে।কি করব হুজুর এখন?