আসসালামুয়ালাইকুম হুজুর।স্বামী যদি বলে যে কাজ টা করেছ।অনেক রাগউঠছিল।তুমি কান্না করছ দেখে। না হয় সেইদিন তালাক দিতাম।সেইদিন তালাক দিতাম বললে কি তালাক হবে?তালাক তহ দেই নি।এই কথা দ্বারা কি তালাক হবে?
আসলে হুজুর আমার স্পষ্ট মনে নেই।মনে হচ্ছে এটাই বলেছে।তবু হুজুর একটু উত্তর দিয়েন উক্ত কথা,দ্বারা কি তালাক হয়?
আর হুজুর স্বামী যদি বলে আমি চলে গেলে খুশি থাকবে? স্ত্রী যদি বলে হ্যা।তার পর স্বামীও যদি বলে ঠিক আছে চলে যাব।এই কথা,দ্বারা কি তালাক হবে? আবার মাঝে মাঝে আমি বলতাম আমি তুমাকে তালাক দিয়ে আরেকটা করব বিয়ে।স্বামীও বলত করিও।ভবিষ্যত সূচক কথা বলত মনে হয়।আবার বলত আমিও বিদেশে চলে যাব আর আসব না।একা কাটাব সারা জীবন।আমার মনে হচ্ছে এরকম বলত।স্বামীও অভিমান করে বলত।স্ত্রীও ঝগড়ার সময় বলত।এতে কি তালাক হবে?
উত্তর দিয়েন হুজুর।উপরোক্ত কোন কথা,দ্বারা তালাক হবে?