ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
উনি আহলে হাদীস মতাদর্শের একজন আলেম।সুতরাং উনার কাছ থেকে কোনো কিছুই শিক্ষা গ্রহণ করা কোনো মাযহাবী ভাইয়ের জন্য উচিৎ হবে না।
https://www.ifatwa.info/33756 নং ফাতাওয়ায় বলেছি যে,
আই,ও,এম, কুরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটা বিষয়কে ব্যখ্যা করে থাকে। দারুল উলূম দেওবন্দ সহ বিশ্বের যত বিশুদ্ধ আকিদা সম্পন্ন প্রতিষ্টান রয়েছে, সেই সবগুলোকে আই,ও,এম, বিশেষ গুরুত্বর সাথে ফলো করে থাকে।
আহলে সুন্নত ওয়াল জামাত যা দুনিয়ার সর্বত্রই স্বীকৃত।যার অনুসারী উম্মাহর সিংহভাগ। সেই জামাতের অনুসরণ আই,ও,এম করে থাকে।
আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু দেওবন্দ নয়। এবং শুধুমাত্র আশায়েরা বা মাতুরিদি নয়,বরং বিশুদ্ধ আকিদার সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত।
ভারতীয় উপমহাদের প্রায় সবাই এমনকি বলা যায় যে, হানাফি ফিকহের প্রায় সবাই মাতুরিদি আকিদায় কুরআন সুন্নাহর ব্যখ্যা করে থাকেন, সেই হিসেবে বলা যায় যে, আই,ও,এম ও মাতরিদি আকিদায় ব্যখ্যা করে থাকে।
আলিম কোর্স করে নিলে দ্বীনের উপর চলাটা সহজ হবে।দ্বীন ইসলামের জায়েয নাজায়েয বিধি-বিধান এবং দ্বীনের দাওয়াত ইত্যাদি সম্পর্কে একটি মোটামোটি ধারণা হবে।