বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، قَالَا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ: شُكِيَ إِلَى النَّبِيِّ صلي الله عليه وسلم الرَّجُلُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلَاةِ حَتَّى يُخَيَّلَ إِلَيْهِ فَقَالَ " لَا يَنْفَتِلُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا " . - صحيح :
‘আব্বাদ ইবনু তামীম হতে তাঁর চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অভিযোগ করল যে, কখনো সলাতের মধ্যে কিছু একটা সন্দেহ হয় যে, তার অযু হয়ত নষ্ট হয়ে গেছে। তিনি বললেন, (বায়ু নির্গত হওয়ার) শব্দ না শুনা কিংবা গন্ধ না পাওয়া পর্যন্ত সলাত ছাড়বে না।
বুখারী (অধ্যায়ঃ উযু, অনুঃ নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্দেহ বশতঃ উযু করতে হবে না, হাঃ ১৩৭), মুসলিম ৩৬২ (অধ্যায়ঃ হায়িয, অনুঃ পবিত্রতার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর উযু নষ্ট হওয়ার সন্দেহ হলেও ঐ অবস্থায় সালাত আদায় করা জায়িয,মিশকাতুল মাসাবিহ ৩০৬)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
পূর্বে ফতোয়াতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনো কিছু নাপাক হয়না।
আপনার প্যান্টে যদি হালকা সেই পিচ্ছিল নাপাকি লাগেও,তবুও যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে,তাই তাহা বাইক চালানোর আগেই শুকিয়ে যাওয়ার কথা।
আর এই পিচ্ছিল নাপাকি আপনার প্যান্টে যেখানে লাগার কথা,সেই স্থান বাইক কুয়াশায়া ভেজা থাকলে বাইকের সাথে স্পর্শ না হওয়ার কথা।
সর্বপরি প্যান্টে নাপাকি লাগা সম্পর্কেও আপনি সন্দেহে রয়েছেন।
(১.২)
সুতরাং আপনার বাইক নাপাক হয়নি।
(০৩)
জী,এসব বাড়াবাড়ি।
(০৪)
আপনি কোথাও নাপাকি লাগা সম্পর্কে নিশ্চিত না হলে সেটিকে নাপাক ধরবেননা।
হস্তমৈথুন করা ছেড়ে দিন,তাহলে এই জাতীয় মযি ওদি নিয়ে সমস্যায় পড়তে হবেনা,ইনশাআল্লাহ।