উত্তর
وعليكم السلام ورحمة الله
بسم الله الرحمن الرحيم
আগের প্রশ্নের উত্তরে বলা হয়েছিলো যে ছওয়াবের নিয়ত ছাড়া হারাম সম্পদ ছদকাহ করে দেওয়ার দ্বারা রাসুল সাঃ এর হুকুমকে পালন করা হয়।
তাই এটি ছওয়াবের কাজ।
(ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/১২১)
,
عرف الشذي নামক গ্রন্থে (১/৩) আল্লামা কাশ্মীরি রহঃ বলেন
فالثواب إنما يكون علي ايتمار الشارع واما رجاء الثواب من نفس المال فحرام
অনুবাদঃ হারাম সম্পদ দান করলে রাসুল সাঃ এর হুকুম পালনের কারনে ছওয়াব হবে
তবে হারাম সম্পদ দান করে যদি সেই সম্পদ থেকে ছওয়াবের আশা করে,তাহলে সেটি হারাম।
,
সুতরাং আপনি ছওয়াবের আশা করবেননা,তবে রাসুল সাঃ এর হুকুম পালনের কারনে ঐ টাকা ছদকাহ করে দেওয়ার দ্বারা আপনি ছওয়াব পাবেন,ইনশাআল্লাহ।
,
উল্লেখ্য যে নিজের বাড়ির কাজ করলে কেহ বেতনের উপযুক্ত হয়না।
নিজ ঘরের কাজ করলে কেহ বেতন পায়না।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে সেটাকে বেতনের টাকা বলা যাবেনা।
হ্যাঁ যদি আপনি আপনার বাবার সাথে চুক্তি করেন যে আমি খাদেমার মতো নিন বাসার কাজ করবো,আমাকে মাসিক এতো টাকা বেতন দিতে হবে।
আপনারা বাবা যদি রাজী হয়,আর আপনার বাবা থেকে নেওয়া বেতনের টাকার সবই যদি হারাম টাকা না হয়,বরং হালাল হারাম মিশ্রিত হয়,তাহলে এই বেতন নেওয়া যাবে।
এখান থেকে ছওয়াবের নিয়তে ছদকাহ করা যাবে।
,
অন্যথায় ছদকাহ এর মধ্যে ছওয়াবের নিয়ত করা যাবেনা।