আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
359 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসালামু আলাইকুম

বাবার ইনকাম হালাল না হলে সেই টাকা যেহেতু সওয়াবের উদ্দেশ্যে সাদাকাহ করা যায় না তাই খাদেমা দিয়ে ঘরের যে কাজ করানো হয়, সেই কাজ যদি মেয়ে করে আর খাদেমা কে যে বেতন দেয় সেটা যদি বাবা থেকে মেয় নিয়ে সাদাকাহ করে তাহলে কি সে সওয়াবের আশা করতে পারে?

1 Answer

0 votes
by (574,470 points)
উত্তর
 وعليكم السلام ورحمة الله 
بسم الله الرحمن الرحيم 

আগের প্রশ্নের উত্তরে বলা হয়েছিলো যে ছওয়াবের নিয়ত ছাড়া হারাম সম্পদ ছদকাহ করে দেওয়ার দ্বারা রাসুল সাঃ এর হুকুমকে পালন করা হয়।
তাই এটি ছওয়াবের কাজ। 
(ফাতাওয়ায়ে হক্কানিয়াহ  ২/১২১)
,
عرف الشذي  নামক গ্রন্থে (১/৩) আল্লামা কাশ্মীরি রহঃ বলেন
 فالثواب إنما يكون علي ايتمار الشارع واما  رجاء الثواب من نفس المال فحرام 
অনুবাদঃ হারাম সম্পদ দান করলে রাসুল সাঃ এর হুকুম পালনের কারনে ছওয়াব হবে 
তবে হারাম সম্পদ দান করে যদি সেই সম্পদ থেকে ছওয়াবের আশা করে,তাহলে সেটি হারাম।
,
সুতরাং আপনি ছওয়াবের আশা করবেননা,তবে রাসুল সাঃ এর হুকুম পালনের কারনে ঐ টাকা ছদকাহ করে দেওয়ার দ্বারা আপনি ছওয়াব পাবেন,ইনশাআল্লাহ।     
,
উল্লেখ্য যে নিজের বাড়ির কাজ করলে কেহ বেতনের উপযুক্ত হয়না।
নিজ ঘরের কাজ করলে কেহ বেতন পায়না।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে  সেটাকে বেতনের টাকা বলা যাবেনা।
হ্যাঁ যদি আপনি আপনার বাবার সাথে চুক্তি করেন যে আমি খাদেমার মতো নিন বাসার কাজ করবো,আমাকে মাসিক এতো টাকা বেতন দিতে হবে।
আপনারা বাবা যদি রাজী হয়,আর আপনার বাবা থেকে নেওয়া বেতনের টাকার সবই যদি হারাম টাকা না হয়,বরং হালাল হারাম মিশ্রিত হয়,তাহলে এই বেতন নেওয়া যাবে।
এখান থেকে ছওয়াবের নিয়তে ছদকাহ করা যাবে।
,
অন্যথায় ছদকাহ এর মধ্যে ছওয়াবের নিয়ত করা যাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...