আসসালামু আলাইকুম শাইখ, কেনায়া তালাকের ব্যাপারে আমি ওয়াসওয়াসায় ভুগি। তাই জানার জন্য প্রশ্ন করলাম।
১। কেউ যদি অন্য কারোর প্রশ্ন যেমন ঃ কোথায় যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে বলে,"চলে যাচ্ছি"। এই কথা বলতে গিয়ে যদি মনে মনে ওয়াসওয়াসা আসে সে তালাকের নিয়ত করে বলে ফেললো কিনা। তার মনে হচ্ছে নিয়ত করেনি। তাও আবার সন্দেহ হচ্ছে। এইটুকু মনে আছে সে মনে মনে ভেবেছিল, "আমিতো এই কথার মাধ্যমে নিজেকে বা স্বামীকে তালাকের নিয়ত করে কথাটি বলিনি, তাহলে কেন সমস্যা হবে"।
২।""চলে যাচ্ছি "কথার মাধ্যমে কি মহিলারা তালাকের নিয়ত করে বলতে পারে? বা বললে কি তা পতিত হবে শুধু চলে যাচ্ছি কথার মাধ্যমে?? চলে যাচ্ছি কথাটি যদি কোন তালাকের প্রশ্নের উত্তরে না বলে অন্য সাধারণ কথার উত্তরে বলতে যায়। তাহলে হুকুম কি? এটি কি কেনায়া বাক্য??
৩। কেউ যদি অন্য কারনে লিখতে যায়, " সেটা বলেছি"। বাক্যটি লিখার পর যদি মনে মনে প্রশ্ন আসে সেটা বলেছি বলতে তালাকের কথা বুঝিয়েছে কিনা, সে যদি ওয়াসওয়াসার কারণে মনে মনে ভেবে ফেলে সেটা বলেছি বলতে তালাকের কথা বলেছে বুঝিয়েছে। তাহলে কি তা মিথ্যা স্বীকারোক্তি হয়ে যাবে?? মূলত অন্য কথার প্রেক্ষিতে লিখেছিল, সেটা বলেছি। লিখার পর মনে মনে ওয়াসওয়াসা আসে৷
৪।,"সেটা বলেছি বা চলে যাচ্ছি, এইগুলা কি কেনায়া বাক্য???