প্রশ্ন দুইটার উত্তর দিয়েন দয়া করে।
১।আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লা। হুজুর কেনায়া তালাকের ব্যাপারে শুনার পর থেকে আমি অনেক টেনশনে আছি।আমার স্বামী আর আমি কেউ কেনায়া তালাকের ব্যাপারে জানতাম না।আমারা। একে অপরের কাছ থেকে দূরে থাকায়,প্রায় সময় রাগ,অভিমান,ঝগড়া হত।আমার মনে হচ্ছে স্বামী কেনায়া তালাকের কথা বলেছে অনেকবার।কিন্তুু ঠিক কি বলেছে স্পষ্ট মনে নেই।70% নিশ্চিত হলেও বাকি ৩০% অনিশ্চিত থাকি।কিন্তুু তালাকের নিয়তে বলত কিনা জানি না কথা গুলো।স্বামীও জানে না তালাকের নিয়তে বলত কিনা।ওনি শুধু বলতেছে তালাকের নিয়ত ছিল না।আসলে ওনিও নিয়ত নিয়ে সন্দেহে। আর কি কথা বলেছে ওনার মনেও নেয়।আমার মনে হচ্ছে বললেও অভিমান করে বলত।যেমনঃ আমি অশিক্ষিত এতুটুকুতে আসলে আসিও,মানে ওনার বাসায় আর কি,আমি মোটা বিচ্ছিরি ভাল না লাগলে আসিও না,আমি গরিব,ফকির আসিও না মা বাবা যেরকম দিবে করিও ।এগুলো একটু একটু মনে আছে।ওর কথা দ্বারা এইরকম মিন করত কিন্তু এই কথাগুলো কিনা জানি না।এইরকম বুঝাতো ওর কথা দ্বারা।তালাকের নিয়তে বলত কিনা জানি না।তালাকের মজলিসের ব্যাপারেও অনিশ্চিত।এমন অবস্হায় তালাকের নিয়ত নিয়ে সন্দেহ থাকলে কি তালাক হবে?আমরা একসাথে সংসার করলে কি কোন গুণাহ হবে? আমি ভয়ে স্বামীর সাথে কথাও বলতে চাই না।ভয় লাগে আমার যিনা হচ্ছে কিনা ভেবে।বার বার মনে হচ্ছে সন্তান হলে কোন জারজ হবে কিনা।আমি ভয়ে সবসময় কান্নাকাটি করি।আমি চিন্তায় স্বাভাবিক থাকতে পারতেছি না। আর হুজুর আমার কি মনে করার চেষ্টা করা উচিত? আমরা সংসার ভাংতে চাই না।
২।আমাদের একটা বন্ধু আমাদের ৩ বান্ধবীকে দুষ্টামি করে বউ ডাকত।সবার সামনে ডাকত।আগে স্কুলে কথা হত সরাসরি।স্কুল ফ্রেন্ড গ্রুপে মেসেজে কথা,হয় আর কি এখন।আমরা কোনদিন কবুল ও বলি নি।ওর কথা কোনদিন সিরিয়াসলি নি নাই।জামাই ও বলি নি কোনদিন।কারন আমরা জানতাম ওইগুলো দুষ্টামি করত।আর আমার স্মামীর সাথে আমার আগে থেকে পরিচয়।মনে মনেও স্বামী হিসেবে ভাবি নাই বন্ধু ওটাকে।কবুল ও বলি নি।মাঝে মাঝে বলতাম দুস্টামি করে মুবাইল পাঠা তহ বিয়ে করবি বলতেছস/বউ বলতেছস।বন্ধু বলত আপনি কে? চিনি না আপনাদের। আর মাঝে মাঝে আমি বলতাম কে বিয়ে করতেছে যে তোকে?বোন ও ডাকত আবার।এই রকমের মধ্যে কি বিয়ে হয়? যেখানে কবুল বলা হয় না,ইজাব হয় না।।আর জানতাম দুস্টামি করত সবার সামনে।মন থেকেও গ্রহন করি নি কোনদিন।প্লিজ উত্তর দিয়েন।যখন শুনছি বিয়ে এমনিতে হয়ে যায়।ভয়,লাগতেছে।ইজাব, কবুল কিছুই হয় নি,মোহরনাও ধার্য হয়নি।।আর মন থেকেও কোনদিন মানি নাই।এখন আমার বিয়ে অন্য জায়গায় হয়েছে। দয়া করে উত্তর দিয়েন।আমার স্বামীর সাথে আমার বিয়ে বৈধ হবে না হুজুর?আমার যদ্দুর মনে আছে কবুল বলি নি। তবে সিওরলি মনে হচ্ছে কবুল বলি নি।ইজাব আর মোহরনাও বলত না।ইজাব আর মোহরানা ধার্য হয় নি কবুল কেন বলব?৬-৭ বছর আগের বন্ধু আর কি বলেছে মনে নেই।বন্ধু ওটাও মন থেকে বলত না।আমি ওয়াসওয়াসা রূগী আমি সবকিছু নিয়ে সন্দেহ এবং ভয় হচ্ছে।আগের কথা তহ।যদ্দুর মনে পড়ে কবুল বলি নি।তবুও সন্দেহ আর ভয় হচ্ছে।কারণ হুজুর বন্ধু উটার কথাকে পাত্তা দিতাম না।খুব ভয় হচ্ছে। এখন আমার অন্য জায়গায় বিয়ে হয়।আমার স্বামীর সাথে ভালবেসে বিয়ে হয়।তাই বন্ধু ওটার কথাকে পাত্তা দিতাম না,বন্ধু ওটাও দুস্টামি করত যে। আমার স্বামীর সাথে আমার বিয়ে বৈধ হবে?যিনা হবে কোন আমার স্বামীর সাথে? আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি।
উত্তর দুইটা নাম্বার দিয়ে দিয়ে দিয়েন।বুঝি মত।