আসসালামু আলাইকুম। কিছু প্রশ্ন-
১) সফরের দূরত্বে পুরুষ ব্যাতীত এক বা একাধিক নারী মাহরাম এর সাথে যাতায়াত কি জায়েজ?
২) কোনো স্থানে ক্বুরআন যে উচ্চতায় আছে, তার থেকে বেশি উচ্চতায় ইচ্ছা বা অনিচ্ছাকৃত পা থাকলে কি গুনাহ হবে? যেমন- ফ্লোরে বসে কেউ তেলাওয়াত করছে মুসহাফ নিয়ে, অন্য ব্যাক্তি খাটে শুয়ে আছে।
৩) আল্লাহর সৃষ্টির বদনাম করলে কি গুনাহ হয়? যেমন মানুষ টি কালো, বেটে, কুকুরটি কুৎসিত ইত্যাদি।
৪) ধরুন, আমি একজনকে কায়দা শিখিয়ে ক্বুরআন তেলাওয়াত শিখিয়েছি, সে কিছুদিন পর ভুলে গেছে। আবার অন্য উস্তায থেকে শিখেছে, ক্রমাগত এরকম ভুলে যায় আবার একেকজন থেকে শিখে। তাহলে তার জীবনে তেলাওয়াত এর সাওয়াব থেকে সাদকায়ে জারিয়ার ভাগ কে পাবে আনুমানিক? উক্ত সবাই? নাকি সর্বশেষ যার শিক্ষা মনে রেখে আমল করেছেন, তিনি।
৫) হারাম মূলধন দিয়ে ব্যাবসা করলে আজীবন কি সেই ব্যাবসার টাকা হারাম থাকবে? কিভাবে হালাল করা যায়? শুধু তাওবাহ যথেষ্ট? নাকি পুরো ব্যাবসা বাদ দিতে হবে?
৬) হারাম টাকা অর্থাৎ সুদী লোন নিয়ে বাড়ি করলে সেই বাড়িতে বসবাস করলে কি গুনাহ হবে? এর বিধান কি?
নোটঃ সবগুলো উত্তর ই জানা প্রয়োজন। জাযাকুমুল্লাহু খইরন।