আসসালামু আলাইকুম। আমি একটি আইটি কোম্পানিতে বিনিয়োগ করেছি। কোম্পানি অফার দিয়েছে, যদি আমি ১ বছর কোন শেয়ার বিক্রি না করি, ১ বছর পর আমায় ১০% বেশি শেয়ার দিবে।
আমার মত আরও অনেকে যদি শেয়ার বিক্রি না করে, তবে বাজারে চাহিদা বাড়বে, যোগান কমে যাবে। ফলে দাম বেড়ে যাবে।
আপাতত বাংলা টাকায় ৭ টাকা দাম হলেও ১ বছর পর দাম বাড়তেও পারে, কমতেও পারে। কিন্তু দাম বাড়ুক আর কমুক, কোম্পানি আমায় ১০% অতিরিক্ত শেয়ার দিবে। আমি এবং কোম্পানি উভয়ই এই বিষয় মেনে নিয়েছি।
পুরস্কার নিরধারিত কিন্তু মুল্য কম বেশি হতে পারে, দাম বাড়লে আমার হয়ত লাভ হবে কিন্তু দাম কমলে আমার ক্ষতি হবে। এই অবস্থায় ১ বছরের জন্য ফিক্সড ১০% কি হারাম হবে?