উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পিতামাতার জন্য রাগের অবস্থায় সন্তানদের বদ দুয়া,অভিশাপ দেওয়া উচিত নয়।
কারন কোন সময় যে আল্লাহ তায়ালা সেসব বদ দুয়া কবুল করে নিবেন,তাহা কেহই বলতে পারেনা।
এমনও হতে পারে যে পিতা মাতা বুঝে না বুঝে অযথাই সন্তানের জন্য বদ দুয়া করলো, আল্লাহ তায়ালা তা পুরোপুরি ভাবে কবুল করে নিলো,তখন এটা সন্তানের জন্য শাস্তির কারন হয়ে দাড়াবে।
বিষয়টি পিতামাতাকে বুঝানো দরকার।
উভয় পক্ষ থেকেই চেষ্টা করা দরকার,যে এই অবস্থায় যেনো পৌছাতে না হয়।
পিতা মাতা সর্বোচ্চ চেষ্টা করবে এহেন কথা না বলার,আর সন্তান চেষ্টা করবে,এমন কোনো কাজ না করার,যাতে পিতা মাতা কষ্ট পায়।
(কিতাবুল ফাতওয়া ৬/২১৪)
★সুতরাং তাহলে হেকমতের সাথে পিতা মাতাকে বুঝাইতে হবে।
প্রয়োজনে তাদের অনুমতিক্রমে তাদের থেকে দূরে থাকা যাবে।
খেয়াল রাখতে হবে যে তাদের দেখভাল যেনো পুরোপুরি ভাবে করা যায়।
তাদের হক যেনো নষ্ট না হয়।
তাদের খেদমতের মাঝে যেনো কমতি না থাকে।
,
,
★★উল্লেখ্য যে প্রশ্নে উল্লেখিত বদ দুয়াটি অনেক কঠিন একটি বদ দুয়া,যাহা কবুল হলে,সন্তানের অনেক ক্ষতি হবে।
তাই সতর্কতামূলক দূরে থাকা বা অন্য যেকোনো ব্যবস্থা গ্রহন করতে হবে।