১/ আমি যখন নামায পড়ছুলাম তখন হালকা ভেজা লেগেছিল প্যান্টে,,ভেজা লাগার কিছুক্ষণ আগে পেশাব হুট করেই রুকুর বা অন্য সময় পেশাব বের হতে চেয়েছিল কোন এক সময়,,,,কিন্তু স্বাভাবিক ভাবে পেশাবের সেরকম চাপ ছিল না,,, কিন্তু পরবর্তী তে নাপাকির বিন্দুমাত্র কোন আলামত দেখতে পাইনি,,কিন্তু আবার কিছুক্ষণ পরে ভেজা লাগে কাপড় বা পায়ে এবং লিঙ্গ একদম হালকা ভিজে ছিল অর্থাত লিঙ্গ হতে সম্ভবত হালকা পেশাব বের হয়েছিল,,,তাহলে আমার নামায কি হয়েছিল?
২/ নামায পড়ার সময় কেউ এসে পড়ার পর যদি সিজদায় যাওয়া হয়,, এবং সে যাওয়ারা অপেক্ষায় যদি সিজদা হতে না উঠা হয় তাহলে কি তা লোক দেখানো হবে? নামায কি হবে?কিন্তু তা মোটেও তাকে দেখানোর উদ্দেশ্যে নয়,,,
৩///কোন নারী কোন পুরুষ নামাযীর পাশ দিয়ে গেলে বা সেখানে কিছুক্ষন অবস্থান করলে কি নামায হবে?