ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
গোসল পূর্ণ করে নিলেই আপনার পবিত্র অর্জন হয়ে যাবে। হ্যা, আবার অজু করে নেয়াই উত্তম।
(২)
https://www.ifatwa.info/3800 নং ফাতাওয়ায় বলেছি যে,
ইচ্ছাকরে বয়স কমিয়ে লিখানো জায়েয হবে না।এটা স্পষ্টত ধোঁকা।আর ধোঁকা দেয়া হারাম।তবে যদি ঘটনাক্রমে দু বৎসর কম লিখা হয়ে যায়,এবং সেটাকে বদলানো না যায়,তাহলে এক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তি দোষী সাব্যস্ত হবে না।
চাকুরী নেয়ার ক্ষেত্রে যদি সরকারী নিয়ম থাকে ৩০বৎসরের আর সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হয় ত্রিশ বৎসর।কিন্তু বাস্তবে বয়স হলো বত্রিশ।তাহলে এক্ষেত্রে উক্ত চাকুরী গ্রহণ না করাই উত্তম।
কেউ উক্ত চাকুরী গ্রহণ করে নিলে যদিও উক্ত কাজ অনুচিৎ হবে,তাকওয়ার পরিপন্থী কাজ হবে।তবে পরবর্তী বেতন ভাতা হারাম হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2257
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(ক)
আপনি ভুল জন্মতারিখ ব্যবহার করতে পারবেন।কেননা এখানে আপনি মজবুর। এবং এই ভুল জন্মতারিখ ব্যবহার করে আপনি উপবৃত্তির টাকাও গ্রহণ করতে পারবেন।
(খ)
আপনি এই জন্মতারিখ ব্যবহার করে চাকুরী করতে পারবেন।এতে কোনো সমস্যা হবে না।