আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
146 views
in পবিত্রতা (Purity) by (14 points)
edited by
১. পায়খানা করার পর পায়খানার রাস্তায় যে পানি থাকে সেটি তো কাপড়ে লাগে। এসব পানি কাপড়ে লাগলে কিংবা পায়জামাতে মোবাইল রাখার ফলে মোবাইল ও কাপড় কি নাপাক হয়ে যাবে? এক্ষেত্রে করণীয় কি?
২. বিগত ৮-১০ দিন ধরে আমার মনে হয় যে আমার পায়খানার রাস্তায় হয়তো পায়খানা চলে এসেছে। ফলে আমি বার বার টয়লেট এ গিয়ে ধৌত করি। অযথায় পিচ্ছিল মনে হয়। হয়তো ঘেমে যাওয়ার কার‍ণে। এ থেকে বেচে থাকার করণীয় কি?

৩. আমি যেখানে কাপড় শুকাতে দেই সেটা মাটি থেকে ৩-৪ ফুট উপরে। এখন আমার সন্দেহ হচ্ছে যে এখানে কুকুর মুখ দিয়েছে কি না? আমি কুকুরকে কাপড়ের আশে পাশে দেখিনি। তবে, কুকুর চাইলে মুখ দিতেও পারবে। এই অবস্থায় কি কাপড় আবার ধৌত করতে হবে নাকি নিচের অংশটিকু (যেখানে কুকুর মুখ দিয়ে স্পর্শ করতে পারে) ভিজিয়ে দিলেই হবে নাকি ধৌত না করলেও চলবে? বাড়ির আশেপাশে ১-২ টা কুকুর রয়েছে।

৪. টিস্যু দিয়ে ঢিলা ব্যবহার করার পরেও টয়লেট এ গিয়ে দেখি সামান্য পরিমাণ প্রশ্রাব লিংগের মাথায় এসেছে। এক ফোটার চেয়ে কম হবে।আমি তা ধুয়ে দিয়েছি। এতে কি কাপড় পাক হবে? নাকি কাপড় নাপাক হয়ে গেছে? কারণ, ধুয়ার পর তো লিংগ পানি দিয়ে ভিজে গেছে। সেই পানি তো কাপড় পড়ার পর কাপড়েও লেগেছে। যেমনটি পায়খানা করার পর হয়।

৫. মোজা ও জুতা পরে মসজিদের টয়লেট এ পায়খানায় যাওয়ার পর কি জুতা ধৌত করতে হবে? কারণ, টয়লেট এর উপরেও তো প্রশ্রাব থাকতে পারে।

৬. আমি ঢিলা কুপুপ নেওয়ার পরও এক ফোটা প্যান্টের সাইডে লেগে গেছে। এখন সেই পকেটে মোবাইল রাখলে কি নাপাক হয়ে যাবে? যদি প্রশ্রাব শুকিয়ে যায়?

৭. হস্তমৈথুন এর পর যেসব পিচ্ছিল পদার্থ বের হয় সেগুলো কি প্যান্টকে অতিক্রম করে বিছানায় লাগতে পারে? লাগলে কি নাপাক হয়ে যাবে?

৮. পবিত্রতা নিয়ে মারাত্মক ওয়াসওয়াসায় আছি। বিশেষ করে প্রশ্রাব করতে গেলে খুবই ভয় লাগে। কারণ, ঢিলা নেওয়ার পরও ১ ফোটা বের হয়ে যায়।

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَوْكَرِ بْنِ رَافِعٍ الطُّوسِيُّ ، نَا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ إِبْرَاهِيمُ بْنُ زَكَرِيَّا ، نَا ثَابِتُ بْنُ حَمَّادٍ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ : أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَنَا عَلَى بِئْرٍ أَدْلُو مَاءً فِي رِكْوَةٍ لِي ، فَقَالَ : يَا عَمَّارُ ، مَا تَصْنَعُ ؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي وَأُمِّي ، أَغْسِلُ ثَوْبِي مِنْ نُخَامَةٍ أَصَابَتْهُ . فَقَالَ " يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ ، وَالْمَنِيِّ ، يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ "

আহমাদ ইবনে আলী ইবনুল 'আলা (রহঃ) ... আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, তখন আমি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে আমার একটি পানির পাত্রে ভর্তি করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আম্মার! তুমি কি করছো? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোক। আমি আমার পরিধেয় বস্ত্রে লেগে যাওয়া শ্লেষ্মা পরিষ্কার করছি। তিনি বলেনঃ হে আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজনঃ বিষ্ঠা, পেশাব, বমি, রক্ত ও বীর্য। হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান (পাক-নাপাকীর হুকুমের ক্ষেত্রে)।
(সুনানে দারা কুতনি ৪৫০)

হাদীস শরীফে পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছেঃ
  
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا: فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ البَوْلِ – قَالَ وَكِيعٌ: مِنْ بَوْلِهِ – وَأَمَّا الْآخَرُ: فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ “.

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাঃ দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন। বললেন, এ দু’টি কবরে আযাব হচ্ছে। কোন বড় কারণে আজাব হচ্ছে না। একজনের কবরে আজাব হচ্ছে সে পেশাব থেকে ভাল করে ইস্তিঞ্জা করতো না। আরেকজন চোগোলখুরী করতো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৯৮০, বুখারী, হাদীস নং-১৩৬১}

(০১)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কাপড়ে লাগা পানিতে নাপাকি দেখা না গেলে সেই কাপড় নাপাক হবেনা।
তাই প্রশ্নে উল্লেখিত মোবাইল নাপাক হবেনা।
 
(০২)
এটি গুরুত্ব দিবেননা।

(০৩)
শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে উক্ত কাপড় ধৌত করতে হবেনা।
আপনি যদি কুকুরের লালা লাগা সম্পর্কে নিশ্চিত হোন,তবেই এটি পাক করতে হবে।

(০৪)
সেই পানির কারনে কাপড় নাপাক হবেনা। 
কাপলে লাগা পানি পাক।

(০৫)
হ্যাঁ উক্ত জুতা নাপাক হবে।
তাই ধোয়া লাগবে।
বিশেষ করে নিচের অংশ ধোয়া লাগবে।
,
(০৬)  
সেই পকেটে মোবাইল রাখলে মোবাইল নাপাক হয়ে যাবেনা।

(০৭)
প্যান্টকে অতিক্রম করে বিছানায় লাগতে পারবেনা।
তবে লুঙ্গি/পায়জামা হলে আর সেই পিচ্ছিল পদার্থের পরিমান বেশি হলে বিছানায় লাগবে।
.
(০৮)
এ সংক্রান্ত করনীয় জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...