আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
171 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (14 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

যদি কারো বাবা/মা মারা যান এবং মৃত্যুর পর তাদের সম্পদ্গুলোকে গোল্ড আকারে তাদের সন্তানদের নামে রাখা হয় তাহলে কি সেই সন্তানদের যাকাত আদায় করতে হবে? যেখানে সেই সন্তান রা এখনো ছোট এবং এ বিষয়ে কিছুই বোঝে না।

1 Answer

0 votes
by (559,530 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


যাকাত ইসলামের একটি অপরিহার্য ইবাদত। এজন্য শুধু মুসলিমগণই যাকাত আদায়ের জন্য সম্বোধিত হন। সুস্থমস্তিষ্ক, আযাদ, বালেগ মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত আদায় করা তার ওপর ফরয হয়ে যায়।
কাফির যেহেতু ইবাদতের যোগ্যতা রাখে না তাই তাদের ওপর যাকাত আসে না।
এছাড়া অসুস্থমস্তিষ্ক মুসলিমের ওপর এবং নাবালেগ শিশু-কিশোরের ওপরও যাকাত ফরয নয়।

হাদীস শরীফে এসেছেঃ  

عن ابن عباس قال: لا یجب علی مال الصغیر زکاۃ حتی تجب علیہ الصلاۃ ۔ (سنن الدار قطنی ۲؍۹۷ رقم: ۱۹۶۲)
সারমর্মঃ
ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন শিশুর উপর যাকাত নেই,তার উপর নামাজ ফরজ হওয়ার আগ পর্যন্ত যাকাত নেই।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يَعْقِلَ "

মুহাম্মদ ইবনু ইয়াহইয়া কুতা‘ঈ (রহঃ) ...... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির উপর থেকে দন্ডবিধি রহিত করে দেওয়া হয়েছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, শিশু যতক্ষন না সাবালক হয়, বেহুশ ব্যক্তি যতক্ষণ না তার হুশ ফিরে এসেছে। - ইবনু মাজাহ ২০৪১, ২০৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪২৩ [আল মাদানী প্রকাশনী]

ومنہا العقل والبلوغ فلیس الزکوٰۃ علی صبي ومجنون ۔ (الفتاویٰ الہندیۃ ۱؍۱۷۲)
সারমর্মঃ
তার শর্ত গুলির মধ্য হতে জ্ঞান সম্পন্ন হওয়া,বালেগ হওয়া।
সুতরাং শিশু,পাগলের উপর যাকাত ফরজ হবেনা।  

ومنہا البلوغ عندنا فلا تجب علی الصبي، وہو قول علي وابن عباسؓ فإنہما قالا : لا تجب الزکاۃ علی الصبي حتی تجب علیہ الصلاۃ ۔ (بدائع الصنائع، شرائط فرضیۃ الزکاۃ ۲؍۷۹ زکریا)
সারমর্মঃ
যাকাত ফরজ হওয়ার  শর্ত গুলির মধ্য হতে জ্ঞান সম্পন্ন হওয়া,বালেগ হওয়া।
সুতরাং শিশু,পাগলের উপর যাকাত ফরজ হবেনা।  

وشرط افتراضہا عقل وبلوغ فلا تجب علی مجنون وصبي۔ (درمختار مع الشامي ۲؍۱۷۳ زکریا)
সারমর্মঃ
যাকাত ফরজ হওয়ার  শর্ত গুলির মধ্য হতে জ্ঞান সম্পন্ন হওয়া,বালেগ হওয়া।
সুতরাং শিশু,পাগলের উপর যাকাত ফরজ হবেনা।  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সন্তানরা বালেগ বালেগাহ হওয়ার পর তাদের উপর যাকাত ফরজ হবে।
নাবালেগ থাকা অবস্থায় যাকাত ফরজ হবেনা।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 
উস্তায প্রশ্নের উত্তর দিবেন উস্তায। জাজাকাল্লাহ খাইরান

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...