ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
শরীয়তের বিধান হলো কেহ যদি তালাক প্রদানের সাথে সাথে শর্ত যুক্ত করে,তাহলে সেই শর্ত ধর্তব্য।
কিন্তু কেহ যদি দেড়িতে শর্ত দেয়,তাহলে তাহা গ্রহনযোগ্য হবেনা।
যেমন কেহ যদি তালাকের সাথে সাথে ইনশাআল্লাহ বলে,তাহলে তালাক হবেনা।
তবে দেড়িতে ইনশাআল্লাহ বললে তালাক হয়ে যাবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَقَالَ إِنْ شَاءَ اللَّهُ لَمْ يَحْنَثْ "
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ قَالَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى سَبْعِينَ امْرَأَةً تَلِدُ كُلُّ امْرَأَةٍ غُلاَمًا . فَطَافَ عَلَيْهِنَّ فَلَمْ تَلِدِ امْرَأَةٌ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ نِصْفَ غُلاَمٍ " . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ لَكَانَ كَمَا قَالَ "
ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কসম করে আর ইনশাআল্লাহ বলে তবে তার জন্য কসম ভাঙ্গার বিষয় নেই। সহীহ, ইবনু মাজাহ ২১০৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৩২ [আল মাদানী প্রকাশনী]
রাবী আবদুর রাযযাক মা‘মার-ইবনু তাউস-তৎপিতা তাউস আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রিওয়ায়াতটিকে সংক্ষিপ্ত করে ফেলেছেন।
রিওয়ায়াতটি হল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলায়মান ইবনু দাউদ (আলাইহিস সালাম) একবার বলেছিলেন, আমি আজ রাতে অবশ্যই সত্তর জন স্ত্রীর শয্যা পরিভ্রমণ করব। প্রত্যেক মহিলাই একজন করে সন্তান প্রসব করবে। অনন্তর তিনি উক্ত স্ত্রীদের শয্যা পরিভ্রমণ করেন। কিন্তু তাদের মাঝে কেউ কোন সন্তান প্রসব করতে পারল না। কেবল একজন একটি অর্ধ বিকলাঙ্গ শিশু প্রসব করল। অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তিনি এতদসঙ্গে ইনশাআল্লাহ বলতেন তবে তার কথা অনুসারেই বিষয়টি ঘটত।
(তিরমিজি ১৫৩৮)
فی الھدایة:
ﻭﺇﺫا ﻗﺎﻝ اﻟﺮﺟﻞ ﻻﻣﺮﺃﺗﻪ ﺃﻧﺖ ﻃﺎﻟﻖ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻣﺘﺼﻼ ﻟﻢ ﻳﻘﻊ اﻟﻄﻼﻕ " ﻟﻘﻮﻟﻪ ﻋﻠﻴﻪ اﻟﺼﻼﺓ ﻭاﻟﺴﻼﻡ " ﻣﻦ ﺣﻠﻒ ﺑﻄﻼﻕ ﺃﻭ ﻋﺘﺎﻕ ﻭﻗﺎﻝ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻣﺘﺼﻼ ﺑﻪ ﻓﻼ ﺣﻨﺚ ﻋﻠﻴﻪ "
(ﻓﺼﻞ ﻓﻲ اﻻﺳﺘﺜﻨﺎء،ج:2،ص:247،ط:داراحیاالتراث العربی،بیروت)
সারমর্মঃ
কেহ যদি তার স্ত্রীকে বলে তুমি তালাক,এবং সাথে সাথে ইনশাআল্লাহ বলে,তাহলে তালাক হবেনা।
البحرالرائق:
(ﻗﻮﻟﻪ ﻭﻻ ﻓﻲ ﺃﻧﺖ ﻃﺎﻟﻖ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ ﻣﺘﺼﻼ، ﻭﺇﻥ ﻣﺎﺗﺖ ﻗﺒﻞ ﻗﻮﻟﻪ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ) ﺃﻱ ﻻ ﻳﻘﻊ اﻟﻄﻼﻕ ﻟﺤﺪﻳﺚ ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، ﻭﺣﺴﻨﻪ ﻣﺮﻓﻮﻋﺎ «ﻣﻦ ﺣﻠﻒ ﻋﻠﻰ ﻳﻤﻴﻦ، ﻭﻗﺎﻝ ﺇﻥ ﺷﺎء اﻟﻠﻪ ﻟﻢ ﻳﺤﻨﺚ۔
(ﻓﺼﻞ ﻓﻲ التعلیق،ج:4،ص:39،ط:دارالکتاب الاسلامی)
সারমর্মঃ
কেহ যদি তার স্ত্রীকে বলে তুমি তালাক,এবং সাথে সাথে ইনশাআল্লাহ বলে,অথবা ইনশাআল্লাহ বলার পূর্বেই মারা যায়,তাহলে তালাক হবেনা।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু শর্ত উল্লেখ করতে মাত্র এক সেকেন্ড দেড়ি হয়েছে,এটি এমন সময়,যার মাঝে আপনি অন্য কোনো কাজেও লিপ্ত হয়ে যাননি,অন্য কোনো কথাও বলেননি,সেই মজলিসও ত্যাগ করেননি,আর এটি অনেক অল্প সময়, মাত্র এক সেকেন্ড, তাই এই শর্ত গ্রহনযোগ্য হবে।
এতে শর্ত পাওয়া গেলে তালাক পতিত হবে,নতুবা তালাক পতিত হবেনা।