মুফতি ইমদাদুল হক হুজুরের কাছে জানতে চাই।
আসসালামু আলাইকুম হুজুর৷ অপরাধ নিবেন না দয়া করে।
১।অপরাধ মাফ করবেন হুজুর। গুগলে সার্চ করার জন্য লিখেছিলাম,তালাকের ব্যাপারে। কিন্তু পুরো বাক্যটা লিখিনি, অর্ধেক লিখে কেটে দিয়েছিলাম। লিখতে চেয়েছিলাম "তালাকের সন্দেহ করলে তা*** পতিত হয় কিনা?" কিন্তু এই বাক্যটা আমি পুরো লিখিনি শুধু লিখেছি যে," তালাকের সন্দেহ করলে তা***....... তারপর আর কিছু লিখিনি মানে পতিত হবে কিনা এই কথা টা লিখিনি। না লিখেই কেটে দিয়েছি, ভেবেছিলাম সার্চ না করি এইসব। তাই পুরো বাক্য লিখিনি মনে হচ্ছে.। প্রশ্ন হচ্ছে অর্ধেক লিখার কারণে কোন সমস্যা হবে কিনা? অর্ধেক বাক্যটা কোন শর্ত হয়ে যাবে কিনা?? মানে এমন শর্ত দেওয়া হয়ে যাবে নাতো যে আমি তালাকের সন্দেহ করলেই তা**** পতিত হবে???আমিতো কথাটা গুগলে সার্চ করার জন্য লিখতে চেয়েছিলাম কোন শর্ত দেওয়ার নিয়তে বলিনি। সন্দেহ হচ্ছে অর্ধেক লিখেছিলাম নাকি পুরোটাই লিখেছিলাম। একবার মনে হচ্ছে অর্ধেক লিখেছি আবার মনে হচ্ছে পুরোটাই লিখেছিলাম।
২। দয়া করে উত্তর দেন হুজুর। আপনার কাছে অর্ধেক বাক্যটা লিখে আবার ভয় হচ্ছে আমি কি মিথ্যা স্বীকারোক্তি দিয়ে ফেললাম নাকি? কারন সেসময় আমি অর্ধেক লিখেছি নাকি পুরোটা লিখেছি এইটা আমি সিউর না। সন্দেহ হচ্ছে। এখন সার্চ করার সময় লিখার সময় অর্ধেক না লিখেও ১ নাম্বার প্রশ্ন করার সময় বললাম যে অর্ধেক লিখেছিলাম, এজন্য সমস্যা হবে না তো? মানে মিথ্যা স্বীকারোক্তি হবে কিনা?
দয়া করে আমাকে চিন্তামুক্ত হতে সাহায্য করেন। মিথ্যা স্বীকারোক্তি হবে না তো আপনার কাছে প্রশ্ন করার সময় বলার জন্য? বা যদি অর্ধেক বাক্য বলে থাকতাম তাহলে কি কোন শর্ত হয়ে যেত? আমিতো শর্ত দেওয়ার নিয়তে লিখিনি৷ সার্চ করতে গিয়ে লিখতে গিয়ে কেটে দিয়েছি লিখা টা।