বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এগুলো গজাতেই পারে।অসম্ভব কিছু নয়।
(২)
এমন কোনো কথা কুরআন হাদীসের কোথাও নেই।
(৩)
কেটে ফেলা যাবে, গোনাহ হবে না।
(৪)
১০ বই সম্পর্কে জানিনা।তবে ইবনুল কাইয়্যিম রাহ যাদুল মা'আদ কিতাবে ইসলামি চিকিৎসা সম্পর্কে আলোকপাত করেছেন। ইবনে সীনা আল কানুন ফিত-তিব নামক কিতাবে চিকিৎসা সম্পর্কে লিখেছেন।এবং ইবনুন-নাফিসও আল কামিল নামে একটি কিতাব লিখেছেন। এগুলো সবই আরবী।
(৫)
জ্বী, পড়তে হবে।এটা হাদীস দ্বারা প্রমাণিত।
(৬)
দু রাকাতি নামায হোক বা চার রাকাতি, শেষ বৈঠকে অবশ্যই তাশাহুদ পড়তে হবে।
(৭)
বস্তু জগৎ বলতে এই দুনিয়াতে টাকা পয়সা ইত্যাদি দ্বারা প্রচলিত।
(৮) কিসের হাকিকত??
(৯) জান্নাত হল, নিয়ামত জগৎ।
(১০)
সেখানে আল্লাহর নিয়ামত পাওয়া যাবে। এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না।