ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
উসূলে ফিকহের মূলনীতি হলো,
الأمور بمقاصدها-(شرح المجلة لسليم رستم باز)
প্রত্যেক কাজ তার উদ্দেশ্যর উপর নির্ভরশীল।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামীর মূল কাজ যদি হালাল থাকে, আর মাঝে মধ্যে সুদী কাজ যেমন,ডিপএস হিসাব বা এফডিআর হিসাব খুলার দায়িত্ব থাকে, তাহলে উক্ত চাকুরী করা জায়েয হলেও ভিন্ন হালাল চাকুরী থাকাবস্থায় এ চাকুরী করা উনার জন্য হালাল হবে না। অথবা উনার অধিকাংশ কাজ হারাম হলে, উক্ত চাকুরী হালাল হবে না।
উনার জন্য উচিৎ এমন চাকুরী ছেড়ে দেওয়া। যদি উনি না ছাড়েন, তাহলে আপনার জন্য উনার ইনকাম দ্বারা জীবন পরিচালনা করা নাজায়েয হবে না। কেননা স্বামীর উপর স্ত্রীকে লালন পালন করা ওয়াজিব। গোনাহ স্বামীরই হবে।
হিসাব খুলা, টাকা আদান প্রদান করা, এগুলো সুদ নয়।এবং এ পেশাও হারাম নয়, কেননা এখানেতো হারাম কাজকে সরাসরি সাহায্য করা হচ্ছে না।