আমার শরীরে /কাপড়ে একফোটা বা একদম স্বল্পপরিমাণে কিছুটা নাপাকি লেগেছিল!!!আমি আমার দুটো পায়ের সামনের অংশ ধুয়ে ফেলেছি,,,,প্যান্টও পরিবর্তন করেছিলাম,,,, কিন্তু পিছেনর যে পানি চুইয়ে গিয়েছিল কিন্তু তা ধোয়া হয়নি,,,তাহলে ঐ অবস্থায় কি আমি পবিত্রতা অর্জন করতে পেরেছিলাম,,,? উল্লেখ্য আমার ওয়াসওয়াসার সমস্যা আছে!!!
কাঠের চেয়ারে নাপাকি লাগলে পবিত্র ভেজা কাপড় বা টিস্যু দিয়ে মুছে তারপর চেয়ার শুকানো,,এরকম বেশ কয়েকবার করলে কি পবিত্র হবে?
ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায় কি?