হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إذَا بَلَغَ الْمَالُ مِئَتَيْ دِرْهَمٍ ، فَفِيهِ خَمْسَةُ دَرَاهِمَ
‘সম্পদ যখন দুইশ দেরহামে পৌঁছবে তখন তার উপর পাঁচ দেরহাম যাকাত ফরজ হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৯৩৬]
আলী (রা.) বলেন-
عَنْ عَلِيٍّ ، قَالَ : لَيْسَ فِي أَقَلَّ مِنْ عِشْرِينَ دِينَارًا شَيْءٌ ، وَفِي عِشْرِينَ دِينَارًا نِصْفُ دِينَارٍ ، وَفِي أَرْبَعِينَ دِينَارًا دِينَارٌ ، فَمَا زَادَ فَبِالْحِسَابِ
‘বিশ দীনারের নিচে কোনো যাকাত অপরিহার্য হয় না। বিশ দীনারে অর্ধ দীনার এবং চল্লিশ দীনারে এক দীনার অপরিহার্য হবে। এর বেশি যা থাকবে তা এই হিসাবেই অপরিহার্য হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৯৬৬]
عَنْ أَبِىْ ذَرٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَا مِنْ رَجُلٍ تَكُوْنُ لَهُ إِبِلٌ أَوْ بَقَرٌ أَوْ غَنَمٌ لاَ يُؤَدِّى حَقَّهَا إِلاَّ أُتِىَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مَا تَكُوْنُ وَأَسْمَنَهُ، تَطَؤُهُ بِأَخْفَافِهَا، وَتَنْطَحُهُ بِقُرُوْنِهَا، كُلَّمَا جَازَتْ أُخْرَاهَا رُدَّتْ عَلَيْهِ أُوْلاَهَا، حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ-
আবূ যার (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, প্রত্যেক উট, গরু ও ছাগলের অধিকারী ব্যক্তি যে তার যাকাত আদায় করবে না, নিশ্চয়ই ক্বিয়ামতের দিন তাদেরকে আনা হবে বিরাটকায় ও অতি মোটাতাজা অবস্থায়। তারা দলে দলে তাকে মাড়াতে থাকবে তাদের ক্ষুর দ্বারা এবং মারতে থাকবে তাদের শিং দ্বারা। যখনই তাদের শেষ দল অতিক্রম করবে, পুনরায় প্রথম দল এসে তার সাথে এরূপ করতে থাকবে, যাবৎ না মানুষের বিচার ফায়ছালা শেষ হয়ে যায়।
(বুখারী হা/১৪৬০; মুসলিম হা/৯৯০; মিশকাত হা/১৭৭৫।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
সব ধরনের জিনিসেই যাকাত ফরজ হয় না। সকল জিনিস যাকাতের নেসাবে অন্তর্ভুক্ত হয় না। বরং নির্দিষ্ট কিছু জিনিসের ক্ষেত্রেই যাকাত ফরজ হয়। সেগুলো হলো, স্বর্ণ-রূপা, টাকা-পয়সা, ব্যবসায়ী পণ্য। এবং কিছু কিছু পশুর ক্ষেত্রেও তার নির্ধারিত নিয়মানুযায়ী যাকাত ফরজ হয়।
এক্ষেত্রে সেই নির্ধারিত বস্তু নেসাব পরিমান হওয়ার পর যদি তা দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত হয়,এবং তার উপর যদি এক বছর পূর্ণ হয়,তবেই তার উপর যাকাত ফরজ হবে।
নতুবা নয়।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত কোনো ছুরতেই যাকাত ফরজ হবেনা।
১ম ছুরতে যেহেতু সেই টাকা দিয়ে কম্পিউটার ক্রয় করা হয়েছে,আর কম্পিউটারের উপর যাকাত নেই।
তাই এক্ষেত্রে যাকাত ফরজ হবেনা।
,
আর ২য় ছুরতে, সেই টাকার মালিক হওয়ার পর বছর নেসাব পরিমান সম্পদের মালিক হওয়ার বছর কেবলমাত্র শুরু হলো।
এই টাকা যদি এভাবেই আরো এক বছর থাকে,তাহলে আপনার উপর পরবর্তী বছর একই দিনে যাকাত ফরজ হবে।
যাকাত সম্পর্কে বিস্তারিত জানুনঃ