শায়েখ,আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লহি ওয়াবারাকাতুহ
শায়েখ, আমি একটা স্বপ্নের ব্যখ্যা জানতে চাচ্ছি।আমি আর আমার স্বামী ফজরের নামাজের পর যিকির করে ঘুমাতে যাই।আমরা জানাবাত অবস্থায় দুজনেই ঘুমিয়ে পড়ি।আমি তখন একটা স্বপ্ন দেখি যে,আমরা স্বামী- স্ত্রী নতুন একটা বাসায় উঠেছি।বাসাটা চিমচাম ছিল,পরিপাটী ছিল।তখন ঐ বাসায় আমার পাশের বাসায় একজন বিউটিশিয়ান ( মেয়ে)ছিল,ওনি যা সাজগোজ করাত( মেয়ে কাস্টমারদের)সব আমার বাসাটা থেকে দেখা যেত।আমার বাসাটা ছিল নির্জন,খুবই সিকিউর।আমার বাসায় আমার বড় বোনকেও দেখতে পাই,কিন্তু আমার স্বামীকে দেখতে পেলাম না।
একদিন আমি খুব ভোরে ঘুম থেকে উঠে হাটতে হাটতে বাসার পাশের একটা বাগানে যাই।বাগানে বৃষ্টির পানি জমছে,আশেপাশে কোন লোকজন নাই।আমি তখন বাগানে একা, তখন হঠাৎ দেখি বাগানে অনেক ডিম( হাঁসের)। আমি ডিমগুলো নিতে থাকি,কিছুটা বাসায় রেখে আসি,আবার আসি,আমি লোভ সামলাতে পারছি না।অনেক খুশি আমি।আমি মনে মনে বলি বাসায় আমার আম্মা আসলে ওনাকে দেখাবো,আম্মা অনেক খুশি হবে।এভাবে অনেক নিতে নিতে হঠাৎ মনে সন্দেহ আসে এগুলো কি সাপের ডিম,কারণ আমি অনেক ডিম পানিতে গর্তের ভেতর থেকেও নিলাম।আমার সন্দেহ আসে ডিমের প্রতি।একদিন সকালে ঘুম থেকে উঠে একটা ডিম নিয়ে ইটের উপর ভাঙ্গি,তখন ডিমের কুসুম দেখলাম,হয়তো ছোট একটা সাপের ছানাও দেখলাম।তখনই আমার ঘুম ভেঙে যায়।
আমি এই স্বপ্নটা দেখার পর থেকেই মনটা ছটপট করছে,আর স্বপ্নের ব্যখ্যাটা জানতে খুব ইচ্ছে হচ্ছে।আলহামদুলিল্লাহ আমি এবং আমার স্বামী দ্বিন মেনে চলার খুবই চেষ্টা করি।আমি আলহামদুলিল্লাহ পর্দা করে চলাফেরা করি।